
ময়মনসিংহে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহানগর রুকন সম্মেলন অনুষ্ঠিত
মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহ নগরীর সিটি কলেজিয়েট স্কুল প্রাঙ্গণে আজ ২২ নভেম্বর শনিবার সকাল 8 ঘটিকায় ময়মনসিংহ মহানগর জামায়াত এর রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত রুকন সম্মেলনে মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ্ কায়সার এর সঞ্চালনায় কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, মহানগর জামায়াতের আমীর ও ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল সভাপতিত্ব করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, প্রচার-মিডিয়া বিভাগের সেক্রেটারি ও ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মতিউর রহমান আকন্দ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য পদ প্রার্থী ড. সামিউল হক ফারুকী।
তিনি আগামী ২০২৬-২৮ শেসনের জন্য ময়মনসিংহ মহানগর থেকে কেন্দ্রীয় মজলিসে শুরা নির্বাচন এর ভোট গ্রহণ করেন। এতে মহানগর এর ৮১৩ জন পুরুষ ও মহিলা রুকন কেন্দ্রের নির্ধারিত ব্যালটে ভোট প্রদান করেন। ভোট গ্রহণের পর ব্যালটগুলো গণনার জন্য কেন্দ্রে প্রেরণ করেন।
অত্র প্রোগ্রামে নতুন করে ৮৪ জন পুরুষ ও মহিলা রুকন শপথ গ্রহণ করেন।
এছাড়াও রুকন সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর আব্দুল করিম, জেলা সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ, মহানগর জামায়াত এর নায়েবে আমীর ও ত্রিশাল সংসদীয় আসন এর সংসদ সদস্য প্রার্থী আছাদুজ্জামান সোহেল, মহানগর জামায়াত এর সহকারী সেক্রেটারিদ্বয় মাহবুবুল হাসান শামীম ও আনোয়ার হাসান সুজন, মহানগর অর্থ সম্পাদক গোলাম মহসিন খান, অফিস সেক্রেটারি খন্দকার আবু হানিফ, কর্মপরিষদ সদস্য ডাঃ আব্দুল আজিজ, যুব বিভাগ এর সভাপতি ইঞ্জি. আব্দুল বারী, মাস্টার হায়দার করিম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।