1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সরিষাবাড়ীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সে অনন্য সাফল্য: বৃহত্তর ময়মনসিংহে প্রথম আছিয়া বেগম আইসিসি-বিসিবির বৈঠক! নিজেদের সিদ্ধান্তে অনড় বাংলাদেশ! সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  ময়মনসিংহ বিভাগীয় কর্মচারী কল্যাণ বোর্ড আয়োজিত ৯ম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত  চাঁদ মামা একা একা ,তাছলিমা আক্তার মুক্তা ৮৩বোতল বিদেশীমদ ও প্রাইভেটকারসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব -১৪ কালিয়ায় চাঁদাবাজি মামলার আসামি আমিন সরদার গ্রেপ্তার ওসমানীনগরে ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত, আহত অন্তত ১২ শ্রীপুরে বেড়াবাড়ী রাস্তা কেটে দখলের অভিযোগ, জনদুর্ভোগ চরমে প্রতিবাদ করায় প্রাণনাশের হুমকি।

শ্রীপুরে মাদক ব্যবসার প্রতিবাদ করায় এলাকাবাসীকে লাঠি নিয়ে মা-মেয়ের তাড়া, ভিডিও ধারণ

  • প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

শ্রীপুরে মাদক ব্যবসার প্রতিবাদ করায় এলাকাবাসীকে লাঠি নিয়ে মা-মেয়ের তাড়া, ভিডিও ধারণ

 

 

সোহাগ রানা গাজীপুর জেলা প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। মাদক সেবন ও বিক্রির প্রতিবাদ করায় এবং ভুক্তভোগী গৃহকর্তাকে বাড়িতে উঠতে বাধা দেওয়ায় এলাকাবাসীর ওপর লাঠি নিয়ে চড়াও হয়েছেন এক গৃহবধু ও তার মেয়ে। সাংবাদিকদের উপস্থিতিতেই প্রকাশ্যে এলাকাবাসীকে ধাওয়া ও অকথ্য ভাষায় গালিগালাজ করার এই দৃশ্য এখন টক অব দ্য টাউন। পুরো ঘটনার ভিডিও ফুটেজ সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়েছে।

 

ঘটনাটি ঘটেছে শ্রীপুর মডেল থানাধীন বরমী ইউনিয়নের হরতকিরটেক গ্রামে। ভুক্তভোগী মো. জয়নাল আবেদীন (৫২) সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, ডিভোর্স না হওয়া সত্ত্বেও তার স্ত্রী ও মেয়ে তাকে নিজ বাড়িতে প্রবেশ করতে দিচ্ছে না। প্রতিবেশী এক ব্যক্তির যোগসাজশে তারা দীর্ঘদিন ধরে তার পৈত্রিক ও ক্রয়কৃত জমি জবরদখল করে রাখছে। জয়নাল আবেদীনের দাবি, তার অনুপস্থিতিতে তার বসতবাড়িটি এখন মাদক সেবন ও বিক্রির নিরাপদ আখড়ায় পরিণত হয়েছে।

 

সরেজমিনে সংবাদ সংগ্রহ করতে গেলে স্থানীয় এলাকাবাসী জয়নাল আবেদীনের পক্ষে কথা বলতে এগিয়ে আসেন। এসময় উত্তেজিত হয়ে জয়নাল আবেদীনের স্ত্রী ও মেয়ে লাঠি নিয়ে এলাকাবাসীকে তাড়া করেন। সাংবাদিকদের ক্যামেরার সামনেই তারা মারমুখী আচরণ প্রদর্শন করেন এবং স্থানীয়দের গ্রাম ছাড়া করার হুমকি দেন।

 

এলাকাবাসীর অভিযোগ, মা-মেয়ের এই উগ্রতার পেছনে স্থানীয় একটি চক্রের ইন্ধন রয়েছে। মাদক ব্যবসার প্রতিবাদ করলেই তারা সাধারণ মানুষকে মিথ্যা মামলার ভয় দেখায় এবং প্রাণনাশের হুমকি দেয়। ভুক্তভোগী জয়নাল আবেদীন গত ১৮ সেপ্টেম্বর শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলেও এখনো নিজের বাড়িতে ফিরতে পারেননি। বর্তমানে তিনি ও তার সমর্থক এলাকাবাসী চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

 

এ বিষয়ে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকাবাসী দ্রুত এই মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়া এবং জয়নাল আবেদীনকে তার নিজ বাড়িতে নিরাপদ বসবাসের সুযোগ করে দিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট