শ্রীপুরে মাদক ব্যবসার প্রতিবাদ করায় এলাকাবাসীকে লাঠি নিয়ে মা-মেয়ের তাড়া, ভিডিও ধারণ
সোহাগ রানা গাজীপুর জেলা প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। মাদক সেবন ও বিক্রির প্রতিবাদ করায় এবং ভুক্তভোগী গৃহকর্তাকে বাড়িতে উঠতে বাধা দেওয়ায় এলাকাবাসীর ওপর লাঠি নিয়ে চড়াও হয়েছেন এক গৃহবধু ও তার মেয়ে। সাংবাদিকদের উপস্থিতিতেই প্রকাশ্যে এলাকাবাসীকে ধাওয়া ও অকথ্য ভাষায় গালিগালাজ করার এই দৃশ্য এখন টক অব দ্য টাউন। পুরো ঘটনার ভিডিও ফুটেজ সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়েছে।
ঘটনাটি ঘটেছে শ্রীপুর মডেল থানাধীন বরমী ইউনিয়নের হরতকিরটেক গ্রামে। ভুক্তভোগী মো. জয়নাল আবেদীন (৫২) সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, ডিভোর্স না হওয়া সত্ত্বেও তার স্ত্রী ও মেয়ে তাকে নিজ বাড়িতে প্রবেশ করতে দিচ্ছে না। প্রতিবেশী এক ব্যক্তির যোগসাজশে তারা দীর্ঘদিন ধরে তার পৈত্রিক ও ক্রয়কৃত জমি জবরদখল করে রাখছে। জয়নাল আবেদীনের দাবি, তার অনুপস্থিতিতে তার বসতবাড়িটি এখন মাদক সেবন ও বিক্রির নিরাপদ আখড়ায় পরিণত হয়েছে।
সরেজমিনে সংবাদ সংগ্রহ করতে গেলে স্থানীয় এলাকাবাসী জয়নাল আবেদীনের পক্ষে কথা বলতে এগিয়ে আসেন। এসময় উত্তেজিত হয়ে জয়নাল আবেদীনের স্ত্রী ও মেয়ে লাঠি নিয়ে এলাকাবাসীকে তাড়া করেন। সাংবাদিকদের ক্যামেরার সামনেই তারা মারমুখী আচরণ প্রদর্শন করেন এবং স্থানীয়দের গ্রাম ছাড়া করার হুমকি দেন।
এলাকাবাসীর অভিযোগ, মা-মেয়ের এই উগ্রতার পেছনে স্থানীয় একটি চক্রের ইন্ধন রয়েছে। মাদক ব্যবসার প্রতিবাদ করলেই তারা সাধারণ মানুষকে মিথ্যা মামলার ভয় দেখায় এবং প্রাণনাশের হুমকি দেয়। ভুক্তভোগী জয়নাল আবেদীন গত ১৮ সেপ্টেম্বর শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলেও এখনো নিজের বাড়িতে ফিরতে পারেননি। বর্তমানে তিনি ও তার সমর্থক এলাকাবাসী চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ বিষয়ে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকাবাসী দ্রুত এই মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়া এবং জয়নাল আবেদীনকে তার নিজ বাড়িতে নিরাপদ বসবাসের সুযোগ করে দিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।