
পৃথক দুটি অভিযানে ময়মনসিংহ সদর কোম্পানি র্যাব ১৪
২পলাতক আসামি গ্রেফতার
মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহ সদর কোম্পানি র্যাব ১৪ দুটি অভিযানে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আশিকুর রহমান রোমান (২৭) ও মনির হোসেন ওরফে জুম্মন (৩৮)‘কে গ্রেফতার করেছে।
ময়মনসিংহ সদর কোম্পানি, র্যাব-১৪, এর একটি আভিযানিক দল ময়মনিসংহ জেলার কোতোয়ালী মডেল থানার জিআর নং-১২৩/২৪, ধারা-২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ৮(খ) , প্রসেস নং-৩৫৬১/২৫ এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আশিকুর রহমান রোমান (২৭), থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ‘কে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতার মাধ্যমে অবস্থান নিশ্চিত করে। পরবতীতে ১১ নভেম্বর ২০২৫ খ্রি.রাত অনুমান ২২:১৫ ঘটিকায় ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন চরপাড়া মির্জা প্যাথলজির সামনে অভিযান পরিচালনা করে উক্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আশিকুর রহমান রোমান (২৭)কে গ্রেফতার করতে সক্ষম হয়।
একই কোম্পানির অপর একটি আভিযানিক দল ময়মনিসংহ জেলার কোতোয়ালী মডেল থানার মামলা নং-১২(৩)২৩, ধারা-২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ৮(ক), জিআর নং-২০৯/২৩, প্রসেস নং-৩৮২২/২৫ এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মনির হোসেন ওরফে জুম্মন (৩৮), থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ‘কে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতার মাধ্যমে অবস্থান নিশ্চিত করে। পরবতীতে ১১ নভেম্বর ২০২৫ খ্রি.রাত অনুমান ২২:৪৫ ঘটিকায় ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন চরপাড়া সেবা ফার্মেসির পাশে অভিযান পরিচালনা করে উক্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মনির হোসেন ওরফে জুম্মন (৩৮)কে গ্রেফতার করতে সক্ষম হয়।
ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।