1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
কড়া নিরাপত্তার মধ্য দিয়ে অশ্রু জলে মাকে বিদায়- ঘাট পরিদর্শনে মন্ত্রী ও মহানাগরীক ফিরাদ হাকিম। সরিষাবাড়ী বড়সড়া যুব সমাজের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন  নবমীর মধ্যরাতে চেতলা অগ্রগামী ক্লাবে জনজোয়ার, ২০২৫ এর ভাবনা বহুমুখী – একমুখী “অমৃত কুম্ভের সন্ধানে” গফরগাঁওয়ে ছাত্র কাফেলার উদ্যোগে বার্ষিক প্রতিযোগিতার বাছাই পর্ব অনুষ্ঠিত  পূজায় রাস্তা উপহার দিলেন ইউএনও। সরিষাবাড়ীতে জামিয়া আল-হেরা মহিলা মাদরাসা’র বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠিত  গাজীপুরে পূজা মণ্ডপের পাশে আট বছরের মুসলিম শিশু ধ*র্ষণের শিকার। অভিযুক্ত “ভজেন্দ্র সরকার”-কে গ্রেফতার করেছে পুলিশ।  আমঝুপিতে হিন্দু পরিবারের পাশে জামায়াতে ইসলামীর চেয়ারম্যান পদপ্রার্থী জনাব জাব্বারুল ইসলাম  ময়মনসিংহ র‌্যাব-১৪, কর্তৃক ময়মনসিংহের অপহরণ করতঃ ধর্ষণ মামলার ভিকটিম উদ্ধার ও অপহরণকারী কে মাধবধী থানা এলাকায় গ্রেফতার শোক সংবাদঃ  গফরগাঁও সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আখতার হোসেন আর নেই 

কড়া নিরাপত্তার মধ্য দিয়ে অশ্রু জলে মাকে বিদায়- ঘাট পরিদর্শনে মন্ত্রী ও মহানাগরীক ফিরাদ হাকিম।

  • প্রকাশিত: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ০ বার পড়া হয়েছে

কড়া নিরাপত্তার মধ্য দিয়ে অশ্রু জলে মাকে বিদায়- ঘাট পরিদর্শনে মন্ত্রী ও মহানাগরীক ফিরাদ হাকিম।

 

 

 

রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস , কলকাতা, পশ্চিমবঙ্গ :

আজ ২রা অক্টোবর বৃহস্পতিবার, সকাল থেকেই শুরু হয়েছে একদিকে বৃষ্টি, অন্যদিকে অশ্রু ভরা চোখে মাকে বিদায় জানানো,‌ দুপুর ১২ টা থেকেই শুরু হয়ে গেছে ঘাটে ঘাটে ঢাক ও বাদ্যির বাজনার তালে তালে মাকে বিদায় জানানো। আবার আসছে বছর আবার হবে, মা আমাদের আসবে ফিরে। কিন্তু কেউ চোখের জল ধরে রাখতে পারেননি, এই কয়েকদিন মাকে নিজের মতো করে কাছে পেয়েছিল, আবার বিদায় দিতে হলো। দশমীর সকাল থেকে ঢাকের বাজনা বুঝিয়ে দেয়, এবার মায়ের যাবার সময় হয়েছে। আর মাকে আটকে রাখা যাবে না , তাই বাড়ির পূজো থেকে শুরু করে ক্লাবের পুজো গুলি একে একে ঘাটে ভিড় জমিয়েছে এবং মাকে বিদায় জানাচ্ছেন। আবার কেউ কেউ বলছেন মা কটা দিন শুধু আমাদেরকে আনন্দ দেয়ার জন্য আসেন। তারপর আমাদের কাঁদিয়ে চলে যান।

সকাল থেকে মুশলধারে বৃষ্টি শুরু হলেও, কোন বাধাই মানে না মাকে বিসর্জন দিতে ও বিদায় জানাতে, কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিমা নিয়ে কলকাতার আউট ট্রাম ঘাট থেকে শুরু করে বাবুঘাট এবং অন্যান্য ঘাটে উপস্থিত হয়েছেন পূজা উদ্যোক্তারা ও বাড়ির পরিবারেরা। শুধু তাই নয় বাড়ির মহিলারা সকাল থেকে সিঁদুর খেলা ও একে অপরকে আলিঙ্গনে মেতে উঠেছেন।

প্রতিটি ঘাটে ছিল করা নজরদারী ও প্রশাসনের তৎপরতা, শুধু তাই নয় কেএম সির লোকেরাও উপস্থিত রয়েছেন ঘাটে ঘাটে।, এমনকি কেএম সির বিভিন্ন গাড়ি মজুৎ রাখা হয়েছে ঘাটে ঘাটে, ক্রেন থেকে শুরু করে অন্যান্ন গাড়ি, নদীতে যাতে দূষণ না ঘটে, তাই প্রতিমাগুলিকে ফেলার সাথে সাথে কেএম সির লোকেরা সেগুলি ক্রেন এর সাহায্যে ডাঙায় তুলে ফেলছেন। এবং গাড়িতে করে একটি নির্দিষ্ট জায়গায় রেখে আসছেন।

প্রশাসনের তরফ থেকে মাইকিং করে বিভিন্ন সতর্কতা মূলক ঘোষণা করছেন, কেউ প্রতিমার জিনিসপত্র ঘাটে ফেলবেন না, কেউ জলে নামবেন না, এমনকি আমাদের কেএম সির বিভিন্ন গাড়ি ঘোরাঘুরি করছে, আপনারা সামনে থাকবেন না, প্রশাসনের নির্দেশ মেনে প্রতিমা গুলি একে একে জলে ভাসান দিন, নিজেরা দুর্ঘটনা থেকে সতর্ক থাকুন।। সাথে সাথে মাননীয় মুখ্যমন্ত্রীর বার্তা অনুযায়ী সকলকে শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাই।

বিভিন্ন ঘাট গুলিতে পরিদর্শনে আসেন মাননীয় মন্ত্রী ও মহানাগরীক ফিরাদ হাকিম সহ উচ্চপদস্থ পুলিশ অফিসাররা, ঘাটে চতুর্দিকে করা নিরাপত্তা বলয় রাখা হয়েছে, এছাড়াও যে সকল রাস্তা দিয়ে প্রতিমা নিয়ে আসছেন সেই সকল রাস্তাতেও প্রশাসনের কর্মকর্তারা নজরদারী রাখছেন, একটু একটু করে রাত যত বাড়ছে প্রতিমা আশা আরো বেড়ে চলেছে, কার্নিভালে আমন্ত্রিত প্রতিমাগুলি ছাড়া, প্রায় প্রতিমা আজ বিসর্জন হয়ে যাচ্ছে। সকলের কণ্ঠে একটাই ধ্বনিত হচ্ছে , জয় দুর্গা মাইকি, আসছে বছর আবার হবে, মা আমাদের আসবে ফিরে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট