
সরিষাবাড়ীতে খতমে নবুওয়াত মারকাজের শীতবস্ত্র শতাধিক লেপ বিতরণ, ৩ জনের তওবা
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
খতমে নবুওয়াত মারকাজ ঢাকা-এর ব্যবস্থাপনায় ও ইমাম উলামা জনকল্যাণ পরিষদ ঢাকা-এর সহযোগিতায় সরিষাবাড়ীতে শতাধিক শীতবস্ত্র লেপ বিতরণ করা হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের চরহাটবাড়ী এলাকার কুঠির হাট সরকারি প্রাইমারি স্কুল মাঠে আয়োজিত এ কর্মসূচিতে ৪০ জন নওমুসলিম, ৫৫ জন গরীব-অসহায় ও ৫ জন অমুসলিম হিন্দুসহ মোট ১০০ জনের মাঝে শীতের লেপ বিতরণ করা হয়। এতে মোট ব্যয় হয় ৮৯ হাজার টাকা।
অনুষ্ঠানের উল্লেখযোগ্য দিক হিসেবে কাদিয়ানী মতবাদ ত্যাগ করে ৩ জন ব্যক্তি প্রকাশ্যে তওবা করে ইসলামে ফিরে আসেন।
অনুষ্ঠানে দাওয়াহ বিষয়ক দায়িত্বশীল মাওলানা রায়হান লায়েক এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন খতমে নবুওয়াত মারকাজ জামালপুর জেলার দায়িত্বশীল মাওলানা সাবিত হোসাইন।