
গণভোটের প্রচারণায় একই মঞ্চে মুখ্য সমন্বয়ক, উপদেষ্টা ও সিনিয়র সচিব
মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি : ময়মনসিংহ বিভাগীয় প্রশাসন ও বিভাগীয় ইসলামিক ফাউণ্ডেশনের যৌথ আয়োজনেআজ ১৯ জানুয়ারি সোমবার বিকালে নগরীর সার্কিট হাউজ মাঠে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গণভোটের প্রচারণা ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে এ বিভাগীয় ইমাম সম্মেলনে ময়মনসিংহ অঞ্চলের ইমামগণ অংশগ্রহণ করেন।
বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী এনডিসি এর সভাপতিত্বে অনুষ্ঠিত ইমাম সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য) মনির হায়দার, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ ফজলুর রহমান, ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া।
প্রধান অতিথি বলেন, ২০২৪ সালে অনেকে প্রাণ দিয়েছে, আহত হয়েছে। একটা জুমুল সরকার কতটুকু করতে পারে, কতদূর করতে পারে, সেটা আপনারা দেখেছেন। প্রেক্ষিতে, একসঙ্গে মিলিত হয়ে আমাদের স্মরণ করা উচিত, আমাদের উপর কী দায়িত্ব দেয়া হয়েছে। বাংলাদেশের মানুষ যেন এরকম পরিস্থিতিতে আর না পড়ে। যেন মায়ের বুক আর খালি না হয়। এ দায়িত্বটা আমার আপনার সকলের।
মুখ্য সমন্বয়ক আরো বলেন, ভবিষ্যতে দেশটা কোন দিকে যায় বা নিতে হবে এটা নির্ধারণে আপনাদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এই সুযোগ অনেক রক্তের বিনিময়ে এসেছে। ১৬ বছর একজনের শাসন চলেছে। পূর্বের পরিস্থিতি যদি আর না চান তাহলে পরিবর্তন আনতে হবে। সংবিধানে পরিবর্তন আনতে হবে। যেখানে জনগণের ইচ্ছা প্রাধান্য পাবে। এ ব্যবস্থা চলতে পারে না। এ ব্যবস্থা বন্ধ করবেন কীভাবে। জুলাই সনদের সমর্থনে সংবিধান সংশোধনের মাধ্যমে।
তিনি আরও বলেন, বিচার বিভাগকে পূর্ণ স্বাধীনতা দিতে হবে। বাংলাদেশে আপনার আমার অধিকার আরেকজন নিয়ে যাবে এটা বন্ধ করতে হবে। ইনসাফ কীভাবে পাবেন, কীভাবে প্রতিরোধ করবেন, সেটা হচ্ছে গণভোট। চুরির রাস্তা বন্ধ। বাংলাদেশের ভবিষ্যত বিনির্মাণ করতে গণভোটে হ্যাঁ এর বিকল্প কিছু দেখছি না। এটা সরকারের এজেন্ডা নয়। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করার পর সরকার এটার দায়িত্ব পালন করছে। গোলাপী ব্যালটে হ্যাঁ ভোট দেওয়ার মাধ্যমে নাগরিকের রায় বাস্তবায়িত হবে। না হলে তার বিপরীত।
উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, ইমাম সমাজের একজন সম্মানীয় নেতা। আপনার মিম্বার আছে, শ্রোতা আছে। আপনাদের প্রচারণার মাধ্যমে বাংলাদেশ যেন একটি ইনসাফের রাষ্ট্র হিসেবে গড়ে উঠে। আমরা এমন প্রধানমন্ত্রী চাই, যারা দেশ প্রেমের জন্য জীবন দিবে। সংবিধান সংশোধন করা জরুরি হয়ে পড়েছে। সম্পদের সুষ্ঠু বন্টন এ দেশের জন্য আরো জরুরি।
মতবিনিময় সভায় জাতীয় ইমাম সমিতি, ময়মনসিংহ এর সভাপতি মাওলানা আমিনুল হক, আঞ্জুমান ঈদগাহের ইমাম মাওলানা আব্দুল্লাহ আল মামুনসহ বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তাগণ, সাংবাদিকবৃন্দ ও গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।