চাঁদ মামা একা একা ,তাছলিমা আক্তার মুক্তা
চাঁদ মামা একা একা
ভয় কেন পায় ?
আকাশ ছাড়া তার কি
কোথাও নাই ঠাঁই ।
তাঁরারা কি ভাই বোন
জানতে তা হবে ,
চাঁদ মামার বাবা মা
নাই কেন তবে ?
লোকে বলে চাঁদ নাকি
মাস শেষে মরে ,
কিভাবে চাঁদ মামা
ফিরে তবে ঘরে ।