
আইসিসি-বিসিবির বৈঠক! নিজেদের সিদ্ধান্তে অনড় বাংলাদেশ!
আকাশ দাশ সৈকত
ঢাকার পাঁচ তারকা হোটেলে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থার (আইসিসি) প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষেও নিজেদের সিদ্ধান্তের পরিবর্তন আনেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দীর্ঘদিন ধরে ক্রীড়াঙ্গনের গুঞ্জন আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের খেলতে ভারতে যাবে না বাংলাদেশ দল। তবে বাংলাদেশ ভারতের পরিবর্তে নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় খেলতে চাই । তাই বিশ্বকাপে গ্রুপ পরিবর্তনও করতে চেয়েছিলো । যার জন্য আজ আইসিসি দুইজন প্রতিনিধির সাথে আজ ১৭ জানুয়ারি (শনিবার) বিসিবি সভাপতি এবং কর্মকর্তারা একটি বৈঠকের আয়োজন করে। তবে বৈঠক শেষেও নিজেদের সিদ্ধান্তে অনড় থাকে বাংলাদেশ ।
বৈঠকের পর সন্ধ্যায় এ বিষয়ে একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করে বিসিবি। বিবৃতিতে বলা হয়, ‘বিসিবি আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধ পুনর্ব্যক্ত করেছে। একই সঙ্গে বাংলাদেশ দল, বাংলাদেশের সমর্থক, গণমাধ্যম ও সংশ্লিষ্ট অন্যান্যদের নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত বিষয়ে বাংলাদেশ সরকারের উদ্বেগ ও মতামত তুলে ধরেছে।’
এ বিষয়ে আইসিসির চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।