
আগত ষষ্ঠ আন্তর্জাতিক কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল–(IKSFF) 2026,এর সাংবাদিক সম্মেলন করলেন ,
রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস , কলকাতা, পশ্চিমবঙ্গ:
আজ ১৪ ই জানুয়ারি বুধবার, শুরু হতে চলেছে, বোরোলিন নিবেদিত ও ইভেন্টটাইজার আয়োজিত – ষষ্ঠ আন্তর্জাতিক কলকাতা শর্ট ফিল্ম 2026, ছোট ছবির বড় উৎসব। এই উৎসবকে কেন্দ্র করেই কলকাতার রোটারী সদনে, ১৩ই জানুয়ারি ঠিক বিকেল তিনটায়, একটি সাংবাদিক সম্মেলন করলেন। সকলের উপস্থিতিতে, এই আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হবে ২০ শে জানুয়ারি থেকে ২৫ শে জানুয়ারি পর্যন্ত। এবং ৩৪ টি দেশ থেকে ৩০০ টিরও বেশি চলচ্চিত্র নিয়ে কলকাতায় শর্ট ফিল্ম এর সবচেয়ে বড় উদযাপন শুরু হতে চলেছে ,এ বছরের নতুন সংযোজন হলো সিনে ব্রিজ। এই উৎসবটি সম্পূর্ণভাবে পরিচালনা ও আয়োজন করেছেন( IKSFF).
ষষ্ঠ তম আন্তর্জাতিক শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল এর সাংবাদিক সম্মেলন শুরু হয়, একটি কেক কাটার মধ্য দিয়ে। এরপর উপস্থিত অতিথিদের উত্তরীয় পরিয়ে , হাতে একটি করে চারা গাছ ও সামান্য উপহার তুলে দেন।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন–ফেস্টিভ্যাল ডিরেক্টর শাশ্বতী গুহ চক্রবর্তী, ফেস্টিভাল চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী, অভিনেতা দেবরাজ মুখার্জি, অভিনেতা ও ডিরেক্টর অশোক রায়, অভিনেত্রী ও ড্যান্সার জয়া শীল, মিউজিক কম্পোজার ও মিউজিক ডিরেক্টর নবারুণ বোস, ফিল্ম রাইটার ও ডিরেক্টর মানস বসু, অভিনেতা ও সঞ্চালক রানা বসু ঠাকুর, মিউজিক কম্পোজার পন্ডিত মোল্লার ঘোষ, ফিল্ম এডিটর অর্ঘ্য কমল মিত্র, ফিল্ম প্রডিউসার অনিমেষ গাঙ্গুলী, ফিল্ম ডিরেক্টর সন্দীপন রায়, এবং অভিনেত্রী পিংকী বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা। সুন্দর একটি অনুষ্ঠান ও আলোচনার মধ্য দিয়েই এই সম্মেলন সুন্দরময় হয়ে উঠেছিল।
এই সাংবাদিক সম্মেলন থেকে প্রথমেই কৃতজ্ঞতা জানাই সকল ডিরেক্টার, প্রডিউসার, প্রোডাকশন হাউস, সাংবাদিক বন্ধু ও সিনেমা প্রেমী দর্শকদের। জাহাজের সহযোগিতা ছাড়া এবং উৎসাহ ছাড়া কখনোই এই উৎসব এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। সকলের প্রচেষ্টাও ভালোবাসা আমাদেরকে ষষ্ঠ তম বর্ষে পৌঁছে দিয়েছে। এবং আজ আমরা দেশ-বিদেশের ছবি দেখাতে পারছি। শীতের আকাশে সাংস্কৃতিক উষ্ণতায় মোরা কলকাতায় আবারও সাক্ষী হতে চলেছে, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের এক বৃহৎ উৎসব। এই শর্ট ফিল্ম দেখার জন্য কোনরকম টিকিটের ব্যবস্থা থাকছে না। বিনা পয়সায় ছবিগুলি দেখতে পারবেন। কোন প্রবেশ মূল্য লাগছে না, প্রতিদিন বিকেল পাঁচটা থেকে দেখার সুযোগ থাকছে। উৎসবের সমাপ্তি ২৫ শে জানুয়ারি।
বিভিন্ন দেশের ছবিগুলি দেখতে পাবেন, ২০ শে জানুয়ারি থেকে ২২ শে জানুয়ারি এডামাস ইউনিভার্সিটি বারাসাত, ২৩ শে জানুয়ারি থেকে 25 শে জানুয়ারি রোটারী সদন কলকাতা, ২১শে জানুয়ারি সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি নিউ টাউন, এবং ২৪ শে জানুয়ারি ফার্স্ট টাইম ইন কলকাতা সিনে ব্রীজে । এই সিনে ব্রিজ কলকাতায় প্রথমবারের মতো স্বতন্ত্র চলচ্চিত্র নির্মাতাদের জন্য একটি শিল্প সংযোগ ও মার্কেট প্লাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে। এবং এটি রোটারী সদনে আয়োজিত সিনে ব্রীজের মাধ্যমে চলচ্চিত্র নির্মাতারা সরাসরি ওটিটি প্ল্যাটফর্ম ,প্রযোজক, বিনিয়োগকারী এবং দেশের শীর্ষ প্রোডাকশন হাউসগুলির সঙ্গে মতবিনিময়ের সুযোগ পাবেন। এর সাথে সাথে দ্যা শর্ট ফিল্ম হাব আরেকটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হল শর্ট ফিলাকাশ, যা আই কে এস এফ এফ এফ এর অফিশিয়াল ইউটিউব চ্যানেল। এই প্লাটফর্মের মাধ্যমে চলচ্চিত্র নির্মাতারা রিভিউ, শেয়ারিং এর সুবিধা পাবেন এবং দর্শকরা উৎসবের পরেও বাছাই করা উচ্চমানের শর্ট ফিল্ম বিনামূল্যে উপভোগ করতে পারবেন। এই বছর শর্ট ফিল্ম চলচ্চিত্র উৎসবে বিভিন্ন ঘরানার চলচ্চিত্র প্রদর্শিত হবে , যা বিশ্বের নানান সামাজিক, সাংস্কৃতিক এবং সমসাময়িক বৈশ্বিক সমস্যাকে তুলে ধরবে।
এবারে পুরস্কার ও স্বীকৃতির ব্যবস্থা থাকছে, যেখানে অংশগ্রহণকারী দেশ ৩৪ টিরও বেশি, মোট জমা পড়েছিল ৩৫০টিরও বেশি ছবি, অফিসিয়ার নির্বাচিত হয়েছেন ২৫০ টিরও বেশি, মোট প্ররদর্শিত চলচ্চিত্র ২৪০ টিরও বেশি, নন কম্পিটিটিভ
চলচ্চিত্র 10টিরও বেশি, মনোনীত চলচ্চিত্র ১৫০ টিরও বেশি। মোট পুরস্কার ৩০টিরও বেশি,
পুরস্কার থাকছে – সেরা পোস্টার ডিজাইন, সেরা সাউন্ড ডিজাইন ,প্রযোজক সম্মান, এছাড়াও প্রদান করা হবে লাইফটাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ড, একাধিক মেমোরিয়াল অ্যাওয়ার্ড, ও বিশেষ সম্মাননা প্রদান।
এওয়ার্ড ক্যাটাগরির মধ্যে থাকছে, বেস্ট এডিটর, বেস্ট সিনেমাটোগ্রাফার, বেস্ট অ্যাক্টর মেল, বেশ অ্যাক্টর ফিমেল, বেস্ট চাইল্ড অ্যাক্টর বেস্ট বেঙ্গলি অ্যাক্টর মেল ,বেস্ট বেঙ্গলি অ্যাক্টর ফিমেল, বেস্ট ডিরেক্টর কমার্শিয়াল, বেস্ট ডিরেক্টর ডকুমেন্টারী, বেস্ট অ্যানিমেশন শর্ট ফিল্ম, বেস্ট লং শর্ট ফিল্ম, বেস্ট বেঙ্গলি শর্ট ফিল্ম,
এছাড়াও থাকছে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, আই কে এস এফ বেঙ্গল সিনে আইকন আওয়ার্ড, জীবন গুহ মেমোরিয়াল অ্যাওয়ার্ড, ঋত্বিক ঘটক মেমোরিয়াল অ্যাওয়ার্ড, সহ অন্যান্য অ্যাওয়ার্ড।
এছাড়াও এই বছরের বিশেষ আকর্ষণ , খ্যাতনামা অভিনেতা ও পরিচালকের চলচ্চিত্র ,- আকাশ প্রদীপ। যেখানে অভিনয় করেছেন সাবিত্রী চট্টোপাধ্যায় ,সাহেব চট্টোপাধ্যায় ও পিংকি বন্দোপাধ্যায় এবং পরিচালনায় ডক্টর কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়। সুন্দর একটি ছবি উপহার দিতে চলেছেন ষষ্ঠ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।
এই কয়েকদিনের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্বনামধন্য অভিনেতা-অভিনেত্রী, পরিচালক, প্রডিউসার ডিরেক্টর সহ অন্যান্যরা, যাদের হাত দিয়ে তুলে দেয়া হবে সম্মানগুলি।
সবার সহযোগিতায় হয়ে উঠুক আমাদের এই উৎসব আনন্দ মুখর,