
মেহেরপুর জেলা বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত
মোঃ আব্দুল হামিদ মেহেরপুর জেলা প্রতিনিধিঃ
মেহেরপুর জেলা বিএনপি’র আয়োজনে অনুষ্ঠিত বর্ধিত সভায় নেতৃবৃন্দ সংগঠনের ঐক্য, শৃঙ্খলা এবং ভবিষ্যৎ আন্দোলন-সংগ্রাম জোরদারের আহ্বান জানান, শনিবার ১০ জানুয়ারী-২০২৬ সকালের দিকে মেহেরপুর শহরের খান কমিউনিটি সেন্টারে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা বিএনপি’র বর্ধিত সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এবং বিএনপি মনোনীত প্রার্থী মাসুদ অরুণ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি মনোনীত প্রার্থী আমজাদ হোসেন।
বক্তারা বলেন, দলের ভেতরে কোনো ধরনের বিভ্রান্তি বা বিভেদ নেই, সবাইকে ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে হবে,তৃণমূল পর্যায়ে দলের অবস্থান সুদৃঢ় করতে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
বর্ধিত সভা সঞ্চালনা করেন মেহেরপুর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান,সভায় জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।