
বিপিএল জাতীয় দলের দরজা খুলে দিয়েছিলো: নাফি
আকাশ দাশ সৈকত :
বিপিএলে পারফর্ম করে পাকিস্তান জাতীয় দলের দরজা খুলে গিয়েছিলো বলে সম্প্রতি এক সাক্ষাতকারে জানিয়েছেন খাজা নাফি।
রংপুর রাইডার্সের হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে সিলেটে এসেছেন পাকিস্তানের ওপেনার ব্যাটার খাজা নাফি। গতবছর চট্টগ্রাম কিংসের হয়ে বিপিএল খেলে প্রথমবারের মতো নজরে আসা এই ওপেনার পরবর্তীতে সুযোগ পেয়েছিলো পাকিস্তান জাতীয় দলে। তাইতো নিজেকে পাকিস্তানি সমর্থকদের সাথে পরিচয় করিয়ে দিতে বিপিএলকে টানিং পয়েন্ট ভাবছে এই ওপেনার।
বিপিএলে পারফর্ম করার পর পাকিস্তানের ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে খেলার সুযোগ হয়েছিল নাফির। তাইতো আজ গণমাধ্যমের মুখোমুখি হয়ে নাফি জানিয়েছেন, ‘গত বছর আমি ভালো পারফর্ম করেছিলাম, যার ফলে আমি ঘরোয়া ক্রিকেটে সুযোগ পাই। বিপিএলে পারফর্ম করার পরই পাকিস্তানের মানুষ জানতে পারে যে নাফেও আছে। এরপরই আমি ঘরোয়া ক্রিকেটে খেলি।’