
বিএনপি নেতা ও তার স্ত্রী স্বতন্ত্র প্রার্থী সহ ৯ জনের মনোনয়ন জমা
সরিষাবাড়ী(জামালপুর) প্রতিনিধি: গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪০- জামালপুর-৪ সরিষাবাড়ী আসনে ১২ জন প্রার্থী তাদের মনোনয়ন ক্রয় করলেও বিএনপি নেতা ও তার স্ত্রী স্বতন্ত্র প্রার্থী সহ ৯ জন মনোনয়ন জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) সহকারী রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার তাসনিমুজ্জামান এর নিকট ৭ জন ও জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জাতীয় পার্টি ও গণ অধিকার থেকে ২ জন প্রার্থীর মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
এ আসনে মনোনয়ন জমাদানকারীরা হলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থী জামালপুর জেলা বিএনপি’র সভাপতি ও উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ফরিদুল কবীর তালুকদার, স্বতন্ত্র প্রার্থী হিসেবে জামালপুর জেলা বিএনপি’র সভাপতি ও উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ফরিদুল কবীর তালুকদার এর সহধর্মীনি মেহেরজান আরা তালুকদার , জাতীয় পার্টির বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ও মোহাম্মদ মামুন অর রশীদ জোয়াদ্দার, গন অধিকার পরিষদ ইকবাল হোসেন, সিপিবি’র মাহবুব জামান জুয়েল, নাগরিক ঐক্য কবীর হাসান, বাংলাদেশ জামায়াতে ইসলামী’র মোহাম্ম¥দ আব্দুল আওয়াল , ইসলামী আন্দোলন বাংলাদেশ আলী আকবর তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এ সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা সঞ্জীব কুমার সরকার উপস্থিত ছিলেন।