
নড়াইলের কালিয়ায় পূবালী ব্যাংকের ২৭৩তম উপশাখার শুভ উদ্বোধন
শেখ ফসিয়ার রহমান নড়াইল জেলা প্রতিনিধি!!
নড়াইলের কালিয়া উপজেলায় পূবালী ব্যাংক পিএলসি’র ২৭৩তম উপশাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) কালিয়া থানা রোডে অবস্থিত নড়াইল শাখার আওতাধীন কালিয়া উপশাখার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপশাখাটির শুভ উদ্বোধন করেন পূবালী ব্যাংক পিএলসি’র উপ-মহাব্যবস্থাপক ও খুলনা অঞ্চলের অঞ্চল প্রধান শেখ মোঃ সামছুদ্দোহা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক নড়াইল শাখার এজিএম ও শাখা প্রধান কে এম রাসেল। এ সময় আরও উপস্থিত ছিলেন কালিয়া উপশাখার এমপিও ও উপশাখা প্রধান অজিত কুমার সরকার, প্রিন্সিপাল অফিসার শেখ আবু শামীম, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও রাজনীতিবিদ আর্মসট্রং সরদার, কালিয়া পৌরসভার সাবেক কাউন্সিলর মোঃ জুয়েলসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও স্থানীয় প্রেসক্লাব কালিয়ার সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা ব্যাংকিং সেবার প্রসার, গ্রাহকসেবার মানোন্নয়ন এবং আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যাংকিং ব্যবস্থার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তারা আশা প্রকাশ করেন, নতুন এই উপশাখার মাধ্যমে কালিয়া উপজেলার সাধারণ মানুষ সহজ, দ্রুত ও নিরাপদ ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন।
স্থানীয় ব্যবসায়ী ও গ্রাহকরা ব্যাংকিং সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পূবালী ব্যাংকের এই উদ্যোগকে স্বাগত জানান। তাদের মতে, নতুন উপশাখা চালুর ফলে এলাকায় অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।
উদ্বোধনকৃত উপশাখা থেকে হিসাব খোলা, সঞ্চয় ও ঋণ সুবিধা, ডেবিট কার্ড ও চেক বই প্রদান, মোবাইল ও ইন্টারনেট ব্যাংকিং সেবা এবং ইসলামী ব্যাংকিং কর্নারসহ আধুনিক ও ডিজিটাল ব্যাংকিংয়ের বিভিন্ন সুবিধা পাওয়া যাবে। এর ফলে কালিয়া উপজেলার গ্রাহকরা দ্রুত ও উন্নত মানের ব্যাংকিং সেবা গ্রহণে সক্ষম হবেন বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
শেখ ফসিয়ার রহমান
নড়াইল জেলা প্রতিনিধি
২৮,১২,২০২৫
০১৬৭২৫৫০১৬৭