
না ফেরার দেশে ঢাকার সহকারী কোচ!
আকাশ দাশ সৈকত :
না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম ম্যাচে আজ রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে মাঠে নেমেছিলো ঢাকা ক্যাপিটালস। তবে মাঠে নামার আগেই দুঃসংবাদ শুনতে হয় ফ্র্যাঞ্চাইজিটিকে । হঠাত মাঠে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয় দলের সহকারী কোচ মাহবুব আলী জাকি। তবে মাঠে অসুস্থ হওয়ার পর আর জীবিত মাঠে ফেরা হলো না সাবেক এই বাংলাদেশি পেসারের। আজ শনিবার (২৭ ডিসেম্বর) সিলেটের আল হারামাইন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বাংলাদেশ দলের সাবেক পেসার মাহবুব আলী জাকি ক্যারিয়ার শেষে কোচিংয়ে নামেন। ঘরোয়া পর্যায়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। মাশরাফি-তাসকিন আহমেদদের নিয়েও কাজ করেছেন তিনি। বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের কোচিং প্যানেলেও ছিলেন জাকি।