
আজ সাবেক এমপি শাহনেওয়াজ চৌধুরী মন্টু’র ২৮তম মৃত্যু বার্ষিকী
মোঃহাসানুর জামান বাবু,চট্টগ্রাম।
আজ ২৮ডিসেম্বর-২৪ রবিবার, চট্টগ্রাম পটিয়ার বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুুরাগী হুলাইন ছালেহ্-নূর কলেজ, হুলাইন এয়াসিন আওলিয়া সিনিয়র মাদ্রাসা, হুলাইন জারিনা বেগম এতিমখানা, হুলাইন আমিন শরীফ চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়,পাচরিয়া শাহনেওয়াজ চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব হুলাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বহু শিক্ষাও ধর্মীয় প্রতিষ্ঠানের অন্যতম প্রতিষ্ঠাতা, চট্টগ্রাম-১২ পটিয়ার বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য, পটিয়ার উয়ন্নয়নে বরপুত্র,পটিয়ার হাবিলাসদ্বীপ ইউনিয়নের হুলাইন গ্রামের ক্ষণজন্মা পুরুষ জননেতা মরহুম শাহনেওয়াজ চৌধুরী মন্টু’র ২৮তম মৃত্যু বার্ষিকী।
দিবস যথাযোগ্য পালনের জন্য স্হানীয় হুলাইন এয়াসিন আওলিয়া মাদ্রাসা সংলগ্ন মাঠে মরহুমের কবরের পাশে জাতীয়তাবাদী দল বিএনপি যুবদল ছাত্রদল অঙ্গও সহযোগী সংগঠন ব্যাপক কর্মসূচী গ্রহন করেছেন।কর্মসূচী মধ্যে দুপুর ১২ টায় পটিয়ার সাবেক ও বর্তমান ছাত্রনেতাদের পক্ষ থেকে মরহুমের করবে পুষ্পমাল্য অর্পণ,কবর জিয়ারত দোয়া মাহমিল,এতিম ছাত্র-ছাত্রীদের মাঝে কম্বল বিতরণ,কাঙালি ভোজের
আয়োজন করেছেন। এদিকে স্হানীয় হাবিলাসদ্বীপ ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল অঙ্গও সহযোগী সংগঠনের উদ্যোগে সকাল নয়টায় মরহুমের করবে পুষ্পমাল্য অর্পণ দোয়া মাহফিলে আয়োজন করেছে বলে জানাগেছে।
এছাড়াও চট্টগ্রাম পটিয়ার বিভিন্ন শিক্ষা ধর্মীয় সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিষ্ঠান মরহুম জননেতা শাহনেওয়াজ চৌধুরী মন্টু’র ২৮তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচী পালনের মধ্যে দিয়ে দিবসটি পালন করবে বলে স্হানীয় নেতা কর্মী ও বিশিষ্ট ব্যক্তিদের সাথে কথা বলে জানা গেছে।