1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সরিষাবাড়ীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সে অনন্য সাফল্য: বৃহত্তর ময়মনসিংহে প্রথম আছিয়া বেগম আইসিসি-বিসিবির বৈঠক! নিজেদের সিদ্ধান্তে অনড় বাংলাদেশ! সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  ময়মনসিংহ বিভাগীয় কর্মচারী কল্যাণ বোর্ড আয়োজিত ৯ম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত  চাঁদ মামা একা একা ,তাছলিমা আক্তার মুক্তা ৮৩বোতল বিদেশীমদ ও প্রাইভেটকারসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব -১৪ কালিয়ায় চাঁদাবাজি মামলার আসামি আমিন সরদার গ্রেপ্তার ওসমানীনগরে ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত, আহত অন্তত ১২ শ্রীপুরে বেড়াবাড়ী রাস্তা কেটে দখলের অভিযোগ, জনদুর্ভোগ চরমে প্রতিবাদ করায় প্রাণনাশের হুমকি।

শিক্ষাকে বাঁচিয়ে রাখতে, বর্ণপরিচয় ও উপহার নিয়ে, পাড়ায় পাড়ার শিশুদের পাশে সান্তা ক্লজ।

  • প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

শিক্ষাকে বাঁচিয়ে রাখতে, বর্ণপরিচয় ও উপহার নিয়ে, পাড়ায় পাড়ার শিশুদের পাশে সান্তা ক্লজ।

 

 

রিপোর্টার , সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ:

আজ ২৪ শে ডিসেম্বর বুধবার, ঠিক সকাল ১১ টায়, লেডি ডাফরিন হাসপাতালের সামনে থেকে, রাজ্য আই এন টি ইউ সি সেবাদলের সভাপতি প্রমোদ পান্ডের উদ্যোগে, বড়দিন উপলক্ষে, মুক্তধারা প্রকল্পের অধীনে সান্তা ক্লজকে সঙ্গে নিয়ে একটি সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেন, ছোট ছোট শিশুদের হাতে বর্ণপরিচয় বই ও বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন।

 

সকাল ১১ টা থেকে, বি বি গাঙ্গুলী স্ট্রিটের রাস্তা ধরে, ৪৮ নম্বর ওয়ার্ড ব্লক কংগ্রেসের বিভিন্ন পাড়ার গলিতে গলিতে, শিশুদের ভবিষ্যৎ গড়তে, শিক্ষাকে বাঁচিয়ে রাখতে, স্বয়ং সান্তা ক্লজ স্কুল পড়ুয়া ছোট ছোট শিশুদের হাতে একটি করে বর্ণপরিচয় ও বড়দিন উপলক্ষে নানান উপহার সামগ্রী তুলে দিলেন, ছোট ছোট শিশুরা, এতটাই আনন্দিত তারা সান্তাক্লজকে কাছে পেয়ে হ্যান্ডসেক করতে এগিয়ে এলেন। শুধু ছোট ছোট শিশুরাই নয় তাদের মায়েরাও সান্তা ক্লজ কে এলাকায় দেখে খুশি, তারাও ছোট ছোট বাচ্চাকে কোলে নিয়ে শান্তার কাছে পৌঁছান। পাড়ার গলিতে গলিতে শান্তাকে দেখতে ভীড় জমে ওঠে চোখে পড়ার মতো, কিছুক্ষণ এলাকার মানুষের চলাচল বন্ধ হয়ে যায়।

 

রাজ্য আই এন টি ইউ সি সেবাদলের সভাপতি প্রমোদ পান্ডে বলেন, আজকের এই অনুষ্ঠানটি বড়দিন উপলক্ষে মুক্তধারা প্রকল্পের অধীনে করা হচ্ছে।, কারণ যেভাবে শিক্ষাকে ধ্বংস করা হচ্ছে, শিশুদের ভবিষ্যৎ নষ্ট করা হচ্ছে, শিক্ষাদীক্ষা কে লাটে তুলে দেওয়া হচ্ছে, আস্তে আস্তে প্রায় স্কুল বন্ধ হতে বসেছে, আগামী দিনে এই প্রজন্মের ছোট ছোট শিশুরা আদ্যৌও পড়াশোনা করে নিজেদের পায়ে দাঁড়াতে পারবে কিনা, সেটা নিয়েও নিশ্চয়তা আছে, কারণ স্কুলে নাই শিক্ষক, সমস্ত কিছুতেই দুর্নীতি ভরে গিয়েছে, শিক্ষকেরা মাইনে না পেয়ে কেউ আন্দোলন করছে ,কেউ শিক্ষকতা করার জন্য আন্দোলন করছে, আজ যাহারা পড়াশোনা করে শিক্ষকতা করার জন্য পরীক্ষা দিয়েছে তারাও রাস্তায় বসে আন্দোলন করছে, অন্যদিকে কেন্দ্রীয় সরকার মহাত্মা গান্ধীর নাম বাদ দিয়ে রামজী রামজী করছেন, একদিকে রাজ্য সরকার ,অন্যদিকে কেন্দ্রীয় সরকার দুই সরকার নিজ নিজ নীতি নিয়ে গরিব অসহায় মানুষের পেটে লাথি মারছে, আদ্যৌ শিক্ষা ব্যবস্থা কোথায় গিয়ে পৌঁছাবে কেউ জানে না।

তাই শিক্ষা কে বাঁচানোর জন্য, ছোট ছোট শিশুদের ভবিষ্যৎ গড়ার জন্য, পাড়ার প্রতিটি গলিতে বড়দিন উপলক্ষে সান্তা ক্লজকে সঙ্গে নিয়ে আমরা একটি করে বর্ণপরিচয় ছোট ছোট শিশুদের হাতে তুলে দিলাম, যাহাতে বাড়ির ছোট ছোট শিশুর মা বাবারা, এই সকল শিশুদের বর্ণপরিচয় বইটি পড়ান এবং তাদের নিজেদের ছেলে মেয়েদের আলোর পথ দেখান, তাহলে হয়তো একদিন এই শিশুরাই শিক্ষা দীক্ষায় বড় হয়ে উঠবে। একটা শিক্ষিত সমাজ গড়ে উঠবে, শিশুরা বড় হয়ে নিজেদের পায়ে দাঁড়াতে পারবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট