
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মেহেরপুর জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত
মো: আব্দুল হামিদ মেহেরপুর জেলা প্রতিনিধি:
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মুজিবনগর কেদারগঞ্জে মেহেরপুর জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২ ডিসেম্বর-২০২৫ বিকেলে মেহেরপুর জেলা ছাত্রদলের আয়োজনে কেদারগঞ্জ বাজারের রামনগর মোড়ে অবস্থিত উপজেলা বিএনপির কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়, দোয়া মাহফিলে দেশনেত্রীর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাবেদ সেনজির,জেলা ছাত্রদলে সিনিয়র যুগ্ম সম্পাদক রাশেদুল ইসলাম রাজন,,জেলা ছাত্রদলে দপ্তর সম্পাদক লিজন আলী, মিরপুর ছাত্রদলের সভাপতি তৌফিক এলাহী, মুজিবনগর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আফিরুল ইসলাম,
আরো উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা ছাত্রদল মেহেরপুর কলেজ ছাত্রদল ও বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি-সম্পাদকসহ ছাত্রদলের নেতা-কর্মীবৃন্দ।