ফুলপুরে রামভদ্রপুর ইউনিয়ন কৃষক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
ফয়জুর রহমান, (ময়মনসিংহ) ফুলপুর প্রতিনিধিঃ
উপজেলার ২ নং রামভদ্রপুর ইউনিয়ন কৃষক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৬ অক্টোবর বৃহস্পতিবার বিকালে রামভদ্রপুর ইউনিয়নের চরনিয়ামত কাঠালতলী বাজার মডেল একাডেমি মাঠে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে রামভদ্রপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম মাস্টার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মিলন এর সনঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সাবেক এমপি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল বসার আকন্দ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম শফিক, সম্মেলনের উদ্বোন করেন উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক খলিলুর রহমান তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলপুর পৌর বিএনপির সাবেক সহ সভাপতি নজরুল ইসলাম মাষ্টার, উপজেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক আব্দুস সামাদ আকন্দ, সদস্য নজরুল ইসলাম আর্মি, পৌর কৃষক দলের সভাপতি আব্দুল্লাহ আল ইল্লাল,যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক আবুল হাসান মানিক প্রমুখ। এছাড়াও উপজেলা বিএনপি কৃষক দল যুবদল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং এবং ২ নং রাম ভদ্রপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড কমিটির সভাপতি সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এ সময় প্রধান অতিথির বক্তব্যে আবুল বাসার আকন্দ বলেন, আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সাথে বিএনপি করেছি , দলের সাথে শুরু থেকেই অদ্যাবধি আছি,২০১৮ সালের নির্বাচনে মনোনয়ন পেয়েছি , এবার ও মনোনয়নের ব্যাপারে শতভাগ আশাবাদী।
এরপর ১১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়। সভাপতি হিসেবে মোঃ শফিকুল ইসলাম মাস্টার ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মিলন এর নাম ঘোষণা করেন। নব গঠিত কমিটির সদস্য গন উপজেলা সভাপতি শফিকুল ইসলাম শফিক, ও সাধারণ সম্পাদক খলিলুর রহমান তালুকদার কে ধন্যবাদ জানিয়েছেন। য়