1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ম্যানসিটিতে যোগ দিলেন মার্ক গেইহি! শোক সংবাদঃ  রসুলপুর হাই স্কুলের শিক্ষক শংকর স্যার আর নেই।   ত্রয়োদশ সংসদ নির্বাচনের ময়মনসিংহে প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি শ্রীমৎ অন্নদা ঠাকুরের ১৩৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে- আদ্যাপীঠে আট‌ হাজার দুস্থকে বস্ত্র দান।  উইজডেনের বর্ষসেরা একাদশে মোস্তাফিজ! গণভোট সম্পর্কে সবাইকে সচেতন করতে হবে মোহাম্মদ আলম হোসেন, জেলা প্রশাসক, গাজীপুর  বোদায় মাহেন্দ্র ট্রাক্টরের নিচে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু  গণভোটের প্রচারণায় একই মঞ্চে মুখ্য সমন্বয়ক, উপদেষ্টা ও সিনিয়র সচিব অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা ময়মনসিংহে গণভোট প্রচারণায় ভোটের গাড়ি

প্রাক দীপাবলীতে সেজে উঠেছে কলকাতার বিভিন্ন মার্কেট আলো ও প্রদীপে ,জমে উঠেছে ক্রেতাদের ভীড়। 

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৪৫ বার পড়া হয়েছে

প্রাক দীপাবলীতে সেজে উঠেছে কলকাতার বিভিন্ন মার্কেট আলো ও প্রদীপে ,জমে উঠেছে ক্রেতাদের ভীড়।

 

 

 

রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস , কলকাতা, পশ্চিমবঙ্গ,

আজ ১৪ই অক্টোবর মঙ্গলবার, আর কয়েকদিন বাদেই দীপাবলি উৎসব, আর দীপাবলি মানেই আকাশে বাতাসে বারুদের গন্ধ, ঘরে ঘরে জ্বলবে প্রদীপ ও রং বেরঙের আলো এবং মোমবাতি। চলবে মন্দিরে মন্দিরে কালীর আরাধনা।

 

তাই এই উৎসবকে কেন্দ্র করেই মার্কেটে মার্কেটে সেজে উঠেছে আলো ও প্রদীপের রসনায়। জমে উঠেছে ক্রেতাদের ভীড়। রংবেরঙের আলো প্রদীপ ও মোমবাতি সাজিয়ে বসে আছেন ক্রেতারা, যত পুজো এগিয়ে আসছে মার্কেটে মার্কেটে ক্রেতাদের ভীড় জমে উঠেছে।

কালীপুজো আসলেই প্রতিবছর দেখা যায় নিত্যনতুন আলো, মোমবাতি ও প্রদীপের বাহার।

 

তবে ইদানীং আস্তে আস্তে দীপাবলিতে মানুষের বাড়িতে প্রায় মোমবাতি জ্বালানো কমে গিয়েছে।, তাহার পরিবর্তে জলে বিভিন্ন রকমের ইলেকট্রিক প্রদীপ ও রঙিন আলো। কালীপুজো দুদিন সুন্দরময় হয়ে ওঠে এলাকা গুলি।

 

কলকাতার নামকরা চাঁদনী মার্কেট থেকে শুরু করে, লেক মার্কেট, গড়িয়াহাট মার্কেট, বড়বাজার, গড়িয়া মার্কেট, জানবাজার মার্কেট, বেহালা মার্কেট থেকে শুরু করে একাধিক মার্কেট সেজে উঠেছে সুন্দর সুন্দর আলোয় এবং প্রদীপ ও মোমবাতিতে।

 

বিক্রে তাদের কাছে জানা গেল, রকমারি আলোর রকমারি দাম রয়েছে। আমাদের সব রকম দামের জিনিস রয়েছে। ৫০ টাকা থেকে শুরু করে হাজার টাকা দামের পর্যন্ত।

একইভাবে যাহারা পোড়া মাটির প্রদীপ ও অন্যান্য সামগ্রী নিয়ে বসে আছেন তাহারাও জানালেন, এক একটা জিনিসের উপর এক একটা দাম, ক্রেতারা যেমন পছন্দ করবেন সেই রকম জিনিসের উপর দাম আছে।, তবে কুড়ি টাকা থেকে শুরু করে 200, আড়াইশো, তিনশ টাকা দামেরও জিনিস রয়েছে।

 

তবে বিক্রেতাদের আশা এই বৎসর মনে হয় মার্কেট একটু ভালো যাবে অন্যান্য বারের তুলনায়, ক্রেতারা নতুন নতুন জিনিসের খোঁজ করছেন। নতুন জিনিস কেনার চেষ্টা করছেন, কে তারা বলেন প্রতিবারে একরকম আলো ভালো লাগেনা, তাই আমরা মার্কেটে এসে নিজেদের পছন্দমত জিনিস কিনে নিয়ে যাচ্ছি।

 

দীপাবলি উৎসবে ছোট থেকে বড় সবাই মেতে উঠবে আনন্দে, চতুর্দিকে ফাটবে রংবেরঙের আতশবাজি , ঘরে ঘরে ওপারায় পাড়ায় জ্বলবে রংবেরঙের আলো ও প্রদীপ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট