জামালপুরে গণমাধ্যম কর্মীদের সাথে হেযবুত তওহীদের মতবিনিময় সভা
স্টাফ রিপোটার :‘তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থাই শান্তির একমাত্র পথ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে হেযবুত তওহীদের উদ্যোগে “তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমকর্মীদের ভূমিকা” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর সকাল ১১টায় হেযবুত তওহীদ জামালপুর জেলা শাখা’র আয়োজনে জামালপুর আজাদ ট্রেড সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে জামালপুর জেলা হেযবুত তওহীদের সভাপতি আনোয়ার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে হেযবুত তওহীদের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক রিয়াদুল হাসান বক্তব্য রাখেন।
বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় সাহিত্য ও গবেষণার কার্যনির্বাহী সদস্য আদিবা ইসলাম, ময়মনসিংহ বিভাগীয় সভাপতি এনামুল হক বাপ্পা,বিভাগীয় নারী সম্পাদক রোজিনা আক্তার,সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম সোহাগ, শেরপুর জেলা সভাপতি,মুমিনুর রহমান পান্না,জামালপুর সদর উপজেলা সভাপতি,সুলতান মাহমুদ মেহেদী, মেলান্দহ উপজেলা সভাপতি, মুনসুর আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শেরপুর জেলা সাধারণ সম্পাদক সুমন মিয়া।
প্রধান অতিথী তার বক্তব্য বলেন, বর্তমান সমাজ ও রাষ্ট্রব্যবস্থা চরম অন্যায়, দুর্নীতি ও মানবিক মূল্যবোধহীনতায় জর্জরিত। এর কার্যকর সমাধান একমাত্র ইসলামী আদর্শের মধ্যেই নিহিত। ইসলাম শুধু ব্যক্তিজীবনের দিকনির্দেশনা নয়, রাষ্ট্র পরিচালনার জন্যও একটি পূর্ণাঙ্গ ব্যবস্থা প্রদান করেছে। এই আদর্শ বাস্তবায়ন ছাড়া সংকট থেকে উত্তরণ সম্ভব নয়।
তিনি আরও বলেন, আমাদের এই সংগ্রাম রাজনৈতিক বা দলীয় নয়; বরং এটি একটি চেতনাগত লড়াই। এ লড়াই কুসংস্কার, ধর্মের অপব্যাখ্যা ও অচল চিন্তাধারার বিরুদ্ধে জাগরণের ডাক। তিনি আল্লাহর হুকুমের ভিত্তিতে আধুনিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
বর্তমান বিশ্ব পরিস্থিতি ও জাতীয় প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, ‘‘ব্রিটিশ ঔপনিবেশিক যুগের প্রবর্তিত বিধি-বিধান ও সিস্টেমেই আমাদের দেশ চলছে, আর সময়ের সাথে পাল্লা দিয়ে অন্যায়, অবিচার, অশান্তি বেড়ে চলেছে। যুগের পর যুগ আমরা মানবরচিত বিধানের মাশুল দিচ্ছি আমরা। অন্যদিকে আল্লাহর দেওয়া জীবনব্যবস্থা প্রতিষ্ঠা করে রসুল (সা.) এমন নিরাপদ সমাজ গঠন করেছিলেন যে, একা একজন নারী রাতের অন্ধকারে নির্ভয়ে শত শত মাইল পথ হেঁটে যেত। মানুষ ঘরের দরজা খুলে ঘুমাতে পারত। স্বর্ণের দোকান খোলা রেখে দোকানদার মসজিদে যেত। আদালতে মাসের পর মাস অপরাধ-সংক্রান্ত মামলা আসত না। সেই শান্তিপূর্ণ জীবনব্যববস্থার আধুনিক রূপ তুলে ধরা হয়েছে ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’ গ্রন্থে।’’ তিনি সাংবাদিকদের কাছে এই গ্রন্থের বিষয়গুলি লেখনীর মাধ্যমে জাতির সামনে তুলে ধরার অনুরোধ রাখেন।
উপস্থিত গণমাধ্যম কর্মীরা প্রতিপাদ্য বিষয়ের উপর মুক্ত আলোচনা করেন। তওহীদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে গঠনমূলক আলোচনা এবং তাঁদের সুচিন্তিত মতামত তুলে ধরেন।এ সময়ে জামারপুর প্রেস ক্লাবের সভাপতি ও চ্যানেল আই এর জেলা প্রতিনিধি হাফিজ রাযহান সাদা,গাজী টেলিভিশন প্রতিনিধি আলী আকবর, এনটিভির প্রতিনিধি নাহিদ হাসান,দৈনিক কালের কণ্ঠ প্রতিনিধি রকিব হাসান, বাংলাভিশন টেলিভিশনের প্রতিনিধি জে এম জাহিদ হাবিব,আর টিভির প্রতিনিধি সুজিত রায়,এশিয়ান টিভির প্রতিনিধি মোস্তফিজুর রহমান,আনন্দ টিভির প্রতিনিধি রোকনুজ্জামান,নাগরিক টিভি প্রতিনিধি আব্দুল্লাহ আল লোমান,যমুনা টেলিভিশনের প্রতিনিধি সাগর ফরাজী,সময় টিভির প্রতিনিধি আবুল কালাম আজাদ,আমার দেশ পত্রিকার প্রতিনিধি আনোয়ারুল ইসলাম,দৈনিক মানবকণ্ঠ পত্রিকার প্রতিনিধি কাফি পারভেজ,চ্যানেল নাইন প্রতিনিধি শরিফুল ইসলাম রোকন,এসএ টিভির প্রতিনিধি,তৌফিকুল ইসলাম,চ্যানেল এসটিভি শামীম হোসেন,জামালপুর বার্তার মাহমুদুল হাসান রিয়াদসহ জামালপুর জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।