গফরগাঁওয়ে আয়কর ও ভ্যাট সেবা কেন্দ্রের অফিস উদ্বোধন
মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় গফরগাঁও পৌরসভার স্টেশন রোড়স্হ হেকিম টাওয়ার কর অফিসের ২য় তলায় আয়কর ও ভ্যাট সেবা কেন্দ্রের অফিস উদ্বোধন করা হয়।
আজ ১৫ অক্টোবর বুধবার দুপুরে গফরগাঁও পৌরসভার স্টেশন এলাকার হেকিম টাওয়ারের কর সার্কেল গফরগাঁও কার্যালয়ের দ্বিতীয় তলায় আয়কর ও ভ্যাট সেবা কেন্দ্রের কার্যালয় শুভ উদ্বোধন করা হয়।
উক্ত কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আয়কর উপদেষ্টা, ময়মনসিংহ ট্যাক্সেস বার এসোসিয়েশনের সাবেক সভাপতি এডভোকেট সাদিক হোসেন,জজকোর্ট, ময়মনসিংহ।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ কর অঞ্চল গফরগাঁও কর সার্কেল কার্যালয়ের অতিঃসহকারী কর কমিশনার মোঃ আবুল কালাম,ও গফরগাঁও কর সার্কেলের কর পরিদর্শক আবুল হাশেম, গফরগাঁও ঔষধ ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ হারুনুর রশিদ, গফরগাঁও বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আবুল খায়ের সহ বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ। গফরগাঁও আয়কর ও ভ্যাট সেবা প্রদানকারী আইনজীবী মোস্তফা আহাম্মদ করিম,মুহাম্মদ মোজাম্মেল হক, মিয়া মোহাম্মদ রুপক মানিক,সৈয়দ মুক্তার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।