1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভোলাহাটে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ! পৌর প্রশাসক গফরগাঁও পৌরসভার চলমানউন্নয়ন কার্যক্রম পরিদর্শন শ্রীপুরে মিথ্যা ও বানোয়াট অপ-প্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার  গাজীপুরে শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতি। ভেড়ামারায় মা সমাবেশ ও ফ্রি ক্লাশের শুভ উদ্বোধন প্রতিভা মডেল একাডেমী স্কুলে। আগামী ১৭অক্টোবর-২৫,শুক্রবার পটিয়া জাফর আহম্মদ চেয়ারম্যান এর শোকসভা  ভেড়ামারাই বাড়ি ঘরে আগুন, থানায় লিখিত অভিযোগ দায়ের। ময়মনসিংহে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী অনুষ্ঠান তেঁতুলিয়ায় শিশু আল হাবিব হত্যায় জড়িত অপরাধীদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন ভোট চুরি ও এস আই আর এর প্রতিবাদে, নির্বাচন কমিশন দপ্তর অভিযানে, কংগ্রেসের যুব কর্মীরা গ্রেপ্তার। 

ভেড়ামারাই বাড়ি ঘরে আগুন, থানায় লিখিত অভিযোগ দায়ের।

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১ বার পড়া হয়েছে

ভেড়ামারাই বাড়ি ঘরে আগুন, থানায় লিখিত অভিযোগ দায়ের।

 

 

স্টাফ রিপোর্টার কুষ্টিয়া জেলা।

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়ন, বামনপাড়া এলাকায় আমিরুল ইসলামের বাড়িতে গত ১২/১০/২০২৫ ইং তারিখে আগুন ধরিয়ে দেয় এমনই অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সূত্রে জানা যায়, ২২/০৮/২০২৩ইং তারিখে আমিরুল ইসলাম (৬০), মোঃ মেহেদী হাসান (২৯) ও মোছা: শাধীনা খাতুন (৫০) কে জমাজমি সংক্রান্ত জের ধরে মারধর ও বাড়িঘর ভাঙচুর করে। তারা ওই সময় গুরুতর আহত হয় এবং ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা অবস্থায় ছিলো। পরবর্তীতে ২২/০৮/ ২০২৩ ইং তারিখে আমিরুল ইসলামের পুত্রবধূ সুমাইয়া খানম লীনা ভেড়ামারা থানায় বাদী হয়ে একটি মামলা দায়ের করে। এখন পর্যন্ত মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আমিরুল ইসলাম বলেন, তারই সূত্র ধরে গত ১২/১০/২০২৫ ইং তারিখ সন্ধ্যা ৭ ঘটিকার সময় আমার বাড়িতে আগুণ ধরিয়ে দেয়।থানায় এ ঘটনার একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান।

 

অভিযোগটি নিম্নরূপে তুলে ধরা হলো।

যথাবিহীত সম্মান প্রদর্শণ পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি মোঃ আমিরুল ইসলাম (৫০), পিতাঃ মৃত আব্দুল জলিল, সাং- বামনপাড়া, থানাঃ ভেড়ামারা, জেলাঃ কুষ্টিয়া। এই মর্মে থানায় আসিয়া অভিযোগ দায়ের করিতেছি যে, বিবাদী (১) মোঃ শিহাবুল ইসলাম (২৯), পিতাঃ মৃত শরিফুল ইসলাম, (২) মোঃ শহিদুল ইসলাম (৪৫), পিতাঃ মৃত আব্দুল জলিল, (৩) মোঃ সুরুজ আলী (৩৫), পিতাঃ মৃত শাহজাহান আলী, (৪) মোঃ তয়রান (২৫), পিতাঃ মৃত রশিদ আলী, (৫) মোছাঃ শামছুন নাহার (৫৫), স্বামীঃ মৃত শাহজাহান আলী, (৬) মোছাঃ রাফিয়া খাতুন (৪৫), স্বামীঃ মৃত শরিফুল ইসলাম, (৭) মোছাঃ শাহানা খাতুন (৪৫), স্বামীঃ মৃত রশিদ আলী, (৮) মোছাঃ মাৰিয়া খাতুন (৪২), স্বামীঃ মোঃ শহিদুল ইসলাম, (৯) মোছাঃ সোহানা খাতুন (৩২), স্বামীঃ সুরুজ আলী, সর্বসাং- বামনপাড়া, থানাঃ ভেড়ামারা, জেলাঃ কুষ্টিয়াগণ গত ১২/১০/২০২৫ ইং তারিখ সন্ধ্যা আনুমানিক ০৭.০০ ঘটিকার সময় পূর্ব শত্রুতার জের ধরিয়া আমার নিজ বাড়ীতে যাইয়া আগুন ধরিয়ে দেয়। আগুন ধরিয়ে দেওয়ার পর উক্ত বিবাদীরাই ফায়ার সার্ভিস এ খবর দেয়। তাৎক্ষনিকভাবে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছাইয়া আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে। পরবর্তীতে আমি বিশেষ সূত্রে জানতে পারি যে, উক্ত বিবাদীরাই আগুন ধরিয়েছে। উল্লেখ থাকে যে, আমার নিজ বাড়ী নিয়ে উক্ত বিবাদীর সহিত অনেক আগ থেকেই দন্দের সৃষ্টি হয় যা বর্তমানে কুষ্টিয়া ম্যাজিস্ট্রেট আদালতে মামলা পত্রীয়াধীন রহিয়াছে। উক্ত বিবাদীরা যখন আমার নিজ বাড়ীতে অগ্নিসংযোগ দেয় তখনকার সাক্ষী (১) মোঃ মেহেদী হাসান (২৮), পিতাঃ মোঃ আমিরুল ইসলাম, (২) মোঃ ইসরাইল (২৯), পিতাঃ মৃত আব্দুল প্রামানিক, উভয় সাং- বামনপাড়া, থানাঃ ভেড়ামারা, জেলাঃ কুষ্টিয়াদ্বয় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট