1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ম্যানসিটিতে যোগ দিলেন মার্ক গেইহি! শোক সংবাদঃ  রসুলপুর হাই স্কুলের শিক্ষক শংকর স্যার আর নেই।   ত্রয়োদশ সংসদ নির্বাচনের ময়মনসিংহে প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি শ্রীমৎ অন্নদা ঠাকুরের ১৩৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে- আদ্যাপীঠে আট‌ হাজার দুস্থকে বস্ত্র দান।  উইজডেনের বর্ষসেরা একাদশে মোস্তাফিজ! গণভোট সম্পর্কে সবাইকে সচেতন করতে হবে মোহাম্মদ আলম হোসেন, জেলা প্রশাসক, গাজীপুর  বোদায় মাহেন্দ্র ট্রাক্টরের নিচে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু  গণভোটের প্রচারণায় একই মঞ্চে মুখ্য সমন্বয়ক, উপদেষ্টা ও সিনিয়র সচিব অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা ময়মনসিংহে গণভোট প্রচারণায় ভোটের গাড়ি

গাজীপুরে শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতি।

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৪৬ বার পড়া হয়েছে

গাজীপুরে শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতি।

 

 

মোঃসুলতান মাহমুদ ,গাজীপুর প্রতিনিধি।

জাতীয় প্রেসক্লাবে শিক্ষকদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে এবং শিক্ষক-কর্মচারীদের যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে গাজীপুরের শ্রীপুর উপজেলায় কর্মবিরতি পালন করেছেন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক,কর্মচারীরা।

সোমবার (১৩ অক্টোবর) সকাল ১০টা থেকে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে কর্মবিরতি শুরু হয়। কর্মসূচির আওতায় কোনো শিক্ষকরা শ্রেণিকক্ষে উপস্থিত হননি।

শ্রীপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি ও হাজী ছোট কলিম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবদুল হান্নান সজল বলেন, “গত রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষকদের যৌক্তিক দাবি আদায়ের শান্তিপূর্ণ কর্মসূচিতে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে যে বর্বরোচিত হামলা চালানো হয়েছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা দাবি জানাচ্ছি, সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।”

তিনি আরও বলেন, “শিক্ষকদের পূর্ব ঘোষিত দাবি বাড়ি ভাড়া ২০% এবং চিকিৎসা ভাতা ১৫শত টাকা সহ সকল যৌক্তিক দাবি দ্রুত প্রজ্ঞাপন আকারে বাস্তবায়ন করা হোক, যাতে শিক্ষকরা শ্রেণিকক্ষে ফিরে যেতে পারেন।” শ্রীপুর উপজেলার সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা কর্মবিরতিতে অংশ নেওয়ায় সমিতির পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নাজমুল মন্ডল বলেন, “শিক্ষকদের যৌক্তিক দাবি বারবার উপেক্ষিত হচ্ছে। শান্তিপূর্ণভাবে দাবি জানানো সত্ত্বেও রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে আমাদের ওপর হামলা চালানো হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক।”

সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, “আমরা দেশের ভবিষ্যৎ প্রজন্ম গড়ার কাজ করি। অথচ সেই শিক্ষকদের সম্মান ও ন্যায্য অধিকার বারবার অবহেলিত হচ্ছে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট