পুলিশি হামলা প্রতিবাদে তেতুলিয়ায় বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতি
পঞ্চগড় জেলা প্রতিনিধি,
মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে এবং পুলিশের হামলায় প্রতিবাদে সারা দেশের ন্যায় তেতুলিয়া উপজেলা বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন শুরু হয়েছে। এতে পঞ্চগড় তেতুলিয়া বিভিন্ন স্থানে এমপিওভুক্ত স্কুল–কলেজে পাঠদান বন্ধ রয়েছে।
এ ব্যাপারে তেতুলিয়া উপজেলা শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক, সোহরাব আলী জানান ২৮ টি বে সরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান ও ১১ টি দাখিল মাদ্রাসা এমপিওভুক্ত স্কুল–কলেজে পাঠদান বন্ধ করে পুলিশি হামলার প্রতিবাদে অনিদিষ্ট কাল কর্ম বিরতি পালন করছি। উল্লেখ রবিবার ১২ অক্টোবর
পুলিশের লাঠিপেটার প্রতিবাদে কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।