শ্রীমন্ত শঙ্করদেব এর ৫৭৭ তম জন্মদিন উদযাপিত হল এবং জুবিন গর্গকে শ্রদ্ধা জানালেন।
রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ,
আজ ১১ই অক্টোবর শনিবার, ঠিক বিকেল চারটায়, হাজরা মোড়ে অবস্থিত, সুজাতা সদনের প্রেক্ষাগৃহে , শ্রী শঙ্করদেব চেতনা সমাজ কলকাতা এবং আসাম সত্র মহাসভার যৌথ উদ্যোগে, এবং সুজিত চক্রবর্তীর পরিচালনায়, সীমন্ত শঙ্করদেবের ৫৭৭ তম জন্মদিন উদযাপিত হল এবং জুবিন গর্গ কে শ্রদ্ধা জানালেন ও জুবিন গর্গ এর উদ্দেশ্যে সকলে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করলেন।
আজকের অনুষ্ঠানের শুভ সূচনা হয় প্রদীপ প্রজ্জ্বলন ও একটি অসমিয়া নৃত্যের মধ্য দিয়ে , এরপর শ্রীমন্ত শঙ্করদেব এর উপর তৈরী ডকুমেন্টারী ছবি সবার সামনে তুলে ধরলেন। যেটিতে রয়েছে শ্রীমন্ত শঙ্করদেবের জীবন কাহিনী তাহার পথচলা ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সম্মানিত মন্ত্রীপরিষদের মন্ত্রী, আসাম সরকার শ্রী রঞ্জিত দাস, উপস্থিত ছিলেন চিফ কনভেনর রেখা চালহা বাসু, সমাজসেবী ও লড়াকু সৈনিক রাহুল সিনহা, এছাড়া উপস্থিত ছিলেন, লক্ষীনারায়ন অধিকার, কণিকা পাঠক, হেমন্ত ভট্টাচার্য, পরিমল চন্দ্র দাস, হেমন্ত বিশ্বাস শর্মা, হেমেন দাস, রঞ্জন ভট্টাচার্য, তপন তাঁতী দাস , প্রীতম্বর ভকত, রাজীব লোচন শান্ত ও বিশিষ্ট সাংবাদিক ঋতব্রত ভট্টাচার্য সহ অন্যান্যরা,
মঞ্চে বিশিষ্ট অতিথিদের উত্তরীয় পড়িয়ে একটি করে স্মারক প্রদান করেন, তাহার সাথে সাথে মাননীয় মন্ত্রী কে বিভিন্ন জেলার ও অসমের সত্রাধিকারের সদস্যরা উপহার সামগ্রী প্রদান করেন।,
শুধু তাই নয় শ্রীমন্ত শঙ্করদেবের উপর যাহারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন, তাহাদের প্রথম দ্বিতীয় ও তৃতীয়কে সম্মানীত করেন,
মাননীয় মন্ত্রী রঞ্জিত দাস মহাশয় বলেন, প্রথমে কৃতজ্ঞতা জানাবো যাহার উদ্যোগে ও পরিচালনায় এরকম একটি সুন্দর ভাবনা ভেবেছিলেন সুজিত চক্রবর্তী মহাশয়কে, যাহার জন্মদিনে আমরা উপস্থিত হতে পেরেছি, কলকাতার বুকে শ্রীমন্ত শঙ্কর দেবের ভাবনাচিন্তাকে মানুষের সামনে ছড়িয়ে দেওয়ার যে পরিকল্পনা করেছেন, আমি সাধুবাদ জানাই। শ্রীমন্ত শংকরদেবের জীবন কাহিনী যেভাবে একটি ডকুমেন্টারী ফ্লিম এর উপর তুলে ধরেছেন আমি অভিভূত। যদি এইভাবে কোটি কোটি মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় তাহার কর্মধারা ও গুন যাত্রা, তাহলে এক ভারত শ্রেষ্ঠ ভারত তৈরী হবে। মানুষের মনে মনে তাহার বাণী তাহার কর্মধারা ছড়িয়ে পড়বে। যিনি অসমে জন্মগ্রহণ করে বিভিন্ন প্রান্ত ঘুরে দিকে দিকে যে বাণী ছড়িয়েছিলেন তাহার কাজকর্ম তুলে ধরেছিলেন এবং অসাম বাসির মানুষের কাছে চিরস্মরণীয় হয়ে রয়েছে। তিনি আরো বলেন তার কর্ম ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অসীম সরকারের তরফ থেকে আমরা বিভিন্ন পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছি।
উদ্যোক্তা সুজিত চক্রবর্তী বলেন, আমি আজ গর্বিত, সবাই আমার ডাকে সাড়া দিয়ে এই কর্মকান্ডকে এগিয়ে নিয়ে গেলেন, শ্রীমন্ত শঙ্করদেবের ৫৭৭ তম জন্মদিন কে আলোকিত করে তুললেন, আমি চেষ্টা করেছি শ্রীমন্ত শঙ্করদেবের কিছু জীবনী ও স্মরণীয় ঘটনাকে কেন্দ্র করে একটি ডকুমেন্টারী ফিল্ম তৈরি করতে। সবার সামনে তুলে ধরার, যাহা অনেকেরই জানা ছিল না, শ্রীমন্ত শঙ্কর দেবের চিন্তাভাবনা ও কাজকর্ম, তাই সীমন্ত শঙ্করদেব চেতনা সমাজ এবং আসাম সত্র মহাসভার এই প্রয়াস। যিনি এত কর্মকাণ্ড করে গিয়েছেন- শ্রীমন্ত শঙ্করদেব কে আমাদের তরফ থেকে শতকোটি শ্রদ্ধা জানায়।