1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রেল সেতু থেকে নদীতে ঝাঁপ যুবকের, ১ঘন্টা পর লাশ উদ্ধার। পটিয়া কোলাগাঁও ইউনিয়নে খাস জায়গা ভরাট করা হচ্ছে, স্হাপনা নির্মাণের চলছে প্রস্তুতি  উপজেলা বিএনপির সম্মেলন স্থগিত রেখে জেলা বিএনপি’র সম্মেলন আয়োজনের সিদ্ধান্তে ভেড়ামারায় নেতাকর্মীদের তীব্র প্রতিক্রিয়া।  একটি ৯ বছরের শিশুর নিথর দেহ আর মাত্র ৩ ঘণ্টার মধ্যে রহস্যের সমাধান! কী ঘটেছিল শ্রীপুরের সেই গজারিয়া বনে? সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়ন ৫ দফা বাস্তবায়নের দাবিতে ময়মনসিংহ জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের প্রধান উপদেষ্টা বরাবরে জামায়াতের স্মারকলিপি প্রদান  পঞ্চগড়ে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান জামায়াতের  বিদ্যুৎ বিভ্রাট, নেসকোকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম কর্তৃপক্ষের পরিকল্পনার অভাবে নাকাল মণিরামপুর পৌরবাসী ‎ সারা দেশের ন্যায় কালিয়ায় প্রথম জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু!

উপজেলা বিএনপির সম্মেলন স্থগিত রেখে জেলা বিএনপি’র সম্মেলন আয়োজনের সিদ্ধান্তে ভেড়ামারায় নেতাকর্মীদের তীব্র প্রতিক্রিয়া। 

  • প্রকাশিত: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১ বার পড়া হয়েছে

উপজেলা বিএনপির সম্মেলন স্থগিত রেখে জেলা বিএনপি’র সম্মেলন আয়োজনের সিদ্ধান্তে ভেড়ামারায় নেতাকর্মীদের তীব্র প্রতিক্রিয়া।

 

 

মোহন আলী স্টাফ রিপোর্টার কুষ্টিয়া।

কুষ্টিয়া জেলা বিএনপির সম্মেলনকে সামনে রেখে ভেড়ামারা উপজেলা বিএনপি’র নেতাকর্মীরা তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। মূলত তারিখ ঘোষণার পরও ভেড়ামারা উপজেলা বিএনপির সম্মেলন আয়োজনের প্রাক্কালে আকস্মিকভাবে উক্ত সম্মেলন স্থগিত করাকে কেন্দ্র করে ভেড়ামারায় ব্যাপক প্রতিক্রিয়ার সূচনা ঘটে। গত ১০ সেপ্টেম্বর তারিখ ভেড়ামারা উপজেলা বিএনপির সম্মেলনের জন্য নির্ধারিত ছিল। সম্মেলনের স্থানও নির্ধারিত হয়ে গিয়েছিল। সেই সম্মেলনকে সামনে রেখে মনোনয়নপত্র দাখিল ও যাচাই-বাছাই এর প্রক্রিয়াও সঠিকভাবে সম্পন্ন হয়েছিল। এর আগে ওয়ার্ডও ইউনিয়ন বিএনপি’র সম্মেলন ও যথাযথভাবে সম্পন্ন করা হয়। এরও আগে ইউনিয়ন ওয়ার্ড বিএনপি’র সার্চ কমিটি গঠিত হয়। উক্ত রূপ আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে উপজেলা বিএনপি’র সম্মেলন সফল করবার জন্য সক্রিয় হন দলীয় নেতাকর্মীরা। ১০ই সেপ্টেম্বর ২০২৫ তারিখের উপজেলা বিএনপির সম্মেলনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের মধ্যেও ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা যায়। সম্পন্ন করা হয় সম্মেলন আয়োজনের সমস্ত প্রস্তুতি। জাকজমকপূর্ণ সম্মেলন আয়োজনের জন্য খরচ হয় বিপুল পরিমাণ অর্থ। কিন্তু হঠাৎই সম্মেলনের আগের রাতে বিএনপি’র ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সম্মেলন স্থগিত ঘোষণা করে দেন। যার ফলে সেই সম্মেলন আর অনুষ্ঠিত হয় না। পরবর্তীতে নেতাকর্মীরা জানতে পেরেছিলেন সুবিধাজনক একটা সময়ে দ্রুতই সম্মেলন অনুষ্ঠিত হবে। কিন্তু এরই মধ্যে নেতাকর্মীরা জানতে পেরেছেন আগামী দু এক সপ্তাহের মধ্যে কুষ্টিয়া জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নেতাকর্মীরা আরো জানতে পেরেছেন ভেড়ামারা উপজেলা বিএনপি’র সম্মেলন স্থগিত অবস্থাতেই জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হবে।

ধরমপুর ইউনিয়ন বিএনপি’র অন্যতম কর্মী মোঃ রফিকুল ইসলাম জানিয়েছেন, ভেড়ামারা উপজেলা বিএনপি’র সম্মেলন না করেই জেলা বিএনপির সম্মেলন আয়োজনের সংবাদে তারা হতাশ। ধরমপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোঃ সোহেল রানা বলেছেন, আমাদের কি দোষ ছিল যে আমাদের এখানে সম্মেলন অনুষ্ঠিত হলো না। তিনি আরো বলেছেন অজ্ঞাত কারণে সম্মেলন স্থগিত করায় এখানে দলীয় কর্মকাণ্ড ব্যাপকভাবে ব্যাহত হবার আশঙ্কা রয়েছে। উক্ত ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপি’র সভাপতি বাবুল আক্তার বলেছেন ভেড়ামারা উপজেলা বিএনপির সম্মেলন স্থগিত করে জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠানের ঘোষণায় তারা মর্মাহত হয়েছেন। তিনি বলেছেন কোন ধরনের কারণ দর্শানো ব্যতিরেকেই সম্মেলন স্থগিতের সিদ্ধান্ত ছিল প্রহসন মূলক। জুনিয়াদহ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি’র সভাপতি হাজী আসমান দেওয়ান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুদৃষ্টি কামনা করে অনুরোধ জানিয়েছেন জেলা বিএনপির সম্মেলনের পূর্বেই ভেড়ামারা উপজেলা বিএনপি’র সম্মেলন অনুষ্ঠানের মাধ্যমে এর একটি সুরাহা করা হোক।

চাঁদগ্রাম ইউনিয়ন বিএনপি’র অন্যতম সদস্য মনিরুজ্জামান রুবেল বলেছেন, আমাদের ভেড়ামারা ভেড়ামারা উপজেলা ভূ- রাজনৈতিক দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপজেলা হওয়া সত্ত্বেও এখানকার সম্মেলন স্থগিত করে দেয়ার ফলে দলীয় বিভিন্ন কর্মসূচি ও ভবিষ্যতে রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলার ক্ষেত্রে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। উক্ত ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এনামুল হক দলের হাই কমান্ডের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে ভেড়ামারা উপজেলা বিএনপি’র সম্মেলনে কাউন্সিলরদের ভোটাধিকার নিশ্চিত করনের দাবি জানিয়েছেন।

ভেড়ামারা উপজেলা যুবদলের সদস্য সচিব মোশাররফ হোসেন বলেছেন, দেশনায়ক তারেক রহমানের নির্দেশে সমস্ত প্রক্রিয়া মেনে ভেড়ামারা উপজেলার ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হওয়ার পরও এবং উপজেলা বিএনপি’র সম্মেলনের তারিখ ঘোষণার পরেও হঠাৎ অদৃশ্য শক্তির ইশারায় অনাকাঙ্ক্ষিতভাবে ভেড়ামারা উপজেলা বিএনপি’র সম্মেলন স্থগিত করায় একদিকে স্থানীয়ভাবে দল চরম বিপাকে পড়েছে সেই সাথে অঙ্গ সংগঠনগুলোও নানাবিধ অসুবিধায় পড়েছে। এমতাবস্থায় তিনি দাবি করেন কুষ্টিয়া জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠানের পূর্বে ভেড়ামারা উপজেলা বিএনপি’র সম্মেলন অনুষ্ঠানের। বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আসলাম উদ্দিন মোল্লা দলের নেতাকর্মীদের মনোবল দলের নেতাকর্মীদের মনোবল অক্ষুন্ন রাখার স্বার্থে জেলা বিএনপির সম্মেলনের পূর্বেই উপজেলা বিএনপি’র সম্মেলনের দাবি করেন।

বাহিরচর ইন্ডিয়ান বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভোটাধিকার থেকে বঞ্চিত করে রাখাকে কাউন্সিলরদের জন্য চরম অপমানজনক একটি বিষয় বলে উল্লেখ করেন এবং তিনি যথাসম্ভব দ্রুত গতিতে এ বিষয়ে দলের হাই কমান্ডের দৃষ্টি আকর্ষণ করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক দায়িত্বশীল নেতা উপজেলা বিএনপির সম্মেলন স্থগিতের ঘটনাকে প্রহসনমূলক ঘটনা বলে চিহ্নিত করেন। তারা বলেন এতে এখানে স্থানীয়ভাবে দল চরম ক্ষতির সম্মুখীন হবে। তাদের ধারণা বিএনপি বিরোধী নানামুখী অপতৎপরতার সাথে জড়িত লোকজনের প্রত্যক্ষ মদদে আর পৃষ্ঠপোষকতায় ভেড়ামারায় বিএনপির রাজনীতিকে নাজুক করে তোলার চক্রান্ত চলছে। উপজেলার বাইরে থেকে কলকাঠি নাড়ানো হচ্ছে।

এব্যাপারে বিএনপির দায়িত্বশীল গুরুত্বপূর্ণ নেতাদের সাথে যোগাযোগ করা হলে তারা ভেড়ামারা উপজেলা বিএনপি’র বিষয়ে এই মুহূর্তে কোন ধরনের মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট