
শ্রীপুরে মাওনা হাইওয়ে থানার জৈনা বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে রেকারের বিল না দেওয়ায় ড্রাইভার জাকির হোসেন সহ ২ জন আটক
মোঃসুলতান মাহমুদ ,গাজীপুর প্রতিনিধি।
রউফ ঢাকাগামী ইমাম পরিবহনের একটি বাস যাহার রেজিঃ নং ঢাকা মেট্রো ব ১২-০৬৭৭ রাস্তার উপর দাঁড়িয়ে যাত্রী ওঠানামার সময় পিছনে যানজটের সৃষ্টি হলে বাসটিকে সরিয়ে রেকার বিল প্রদান করে। বাসের ড্রাইভার, হেলপার সহকারীরা রেকার বিল দিতে রাজি না হওয়ায় স্থানীয় কয়েকজন মিলে রেকার ড্রাইভার আব্দুর রউফকে ধা-ক্কাধাক্কি এবং ধ-স্তাধস্তি করে রেখার বিল না দিয়ে গাড়ি নিয়ে চলে যায়। পরবর্তীতে উক্ত গাড়িটি সালনা হাইওয়ে থানা পুলিশের সহায়তায় ড্রাইভার জাকির হোসেন (৩৩)হেলপার মোঃ আরিফ(৩০) দ্বয়কে আ-টক করা হয়। পরবর্তীতে উক্ত আসামী দ্বয়কে শ্রীপুর থানায় হস্তান্তর করা হয় এবং তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়, যাহার শ্রীপুর মডেল থানার মামলা নং- ২০, তারিখ ১০/১০/২০২৫ ইং