ফুলপুরে এডভোকেট সৈয়দ এনায়েত উর রহমানের স্হানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়।
ফয়জুর রহমান (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
বি এনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কতৃক উপস্থাপিত রাষ্ট্র কাঠামো বিনির্মানে ৩১ দফা বাস্তবায়ন ও ১৪৬ – ময়মনসিংহ ২ – ফুলপুর – তারাকান্দা সংসদীয় আসনের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী এডভোকেট সৈয়দ এনায়েত উর রহমান।
তিনি বলেন বর্তমান সময়ে বলতে গেলে রাজনীতিতে সৎ, ও ত্যাগী নেতৃত্তের সন্ধান বিরল হয়ে গেছে। মানুষ এখন আগের চেয়ে অনেক সচেতন বলে এবার দলমত নির্বিশেষে একজন সৎ নেতৃত্ব খুঁজে ফিরছে। একটি দল টিকে থাকে নিষ্ঠাবান নিবেদিত কর্মীর উপর। কিন্তু কখনো কখনো প্রভাবশালী গোষ্ঠী বা সুবিধাবাদী চক্রের কারণে যোগ্য ও সততা হারিয়ে যায়।তাই এবার আমি চাই। মনোনয়নের ক্ষেত্রে মাঠ পর্যায়ে বাস্তবতা, সততা, নৈতিকতা ও ত্যাগ বিবেচনা করা হোউক।
তিনি আরো বলেন বর্তমানে এই আসনে বিএনপির রাজনীতির খুব জটিল অবস্থায় আছে ৫ই আগস্টের পর নানান বিতর্ক, এখন দলের মধ্যে বিভিন্ন গোষ্ঠীর অনুপ্রবেশ ঘটেছে। কিন্তুু দৃশ্যমান যে আমি কোন গোষ্ঠী বা গ্রুপে আদৌ জড়িত নই। আমার বিশ্বাস এই পরিস্থিতিতে মাঠ পর্যায়ের বাস্তব অবস্থা এবং ভোটারদের মনোভাবের খোঁজ খবর নিয়ে সৎ,ত্যাগী, ক্লীন ইমেজের নেতাকে মনোনয়ন দিলে আবারো বিএনপি এ আসনে জয়লাভ করবে ইনশাল্লাহ। আপনারা অবগত আছেন বিগত স্থানীয় সরকার নির্বাচন গুলোতে বিজয়ীরা মাঠে ময়দানে প্রচারে আমাকে সামনের সারিতেই রেখেছিলেন এই বিবেচনায় বিএনপি নেতাকর্মী সহ সর্ব মহলে আমি অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছি। কমিটি কেন্দ্রিক দৌড় যাপে মানুষ এখন অতিষ্ঠ। আমি আরো বিশ্বাস করি মনোনয়ন প্রক্রিয়ায় সৎ নেতৃত্বকে অগ্রাধিকার দেয়া হবে। আপনাদের অবগতির জন্য বলছি বিগত ২০০১ সালে আমার সভাপতিত্বেই এই আসনে ধানের শীষের প্রথম বিজয় হয়েছিল দলে থেকে এটা আমার রাজনৈতিক জীবনের বড় সফলতা বলে মনে করি। মনোনয়নের ক্ষেত্রে মাঠ পর্যায়ের সঠিক তথ্য যদি কেন্দ্রে পৌঁছায় তাহলে মনোনয়ন হবে এক রকম। আর যদি সঠিক তথ্য না পৌঁছায় তাহলে মনোনয়ন হবে আরেক রকম। আমি ইতিপূর্বে তিনবার দল থেকে মনোনয়ন চেয়েছি এবারও চাইবো। আমাকে মনোনয়ন দেওয়া না দেয়া সেটা দলের সিদ্ধান্ত। কিন্তু আমি চাই এবারের মনোনয়ন একজন সৎ যোগ্য ও ক্লিন ইমেজের প্রার্থীর হাতে উঠুক। উল্লেখ্য এডভোকেট এনায়েতের উর রহমানের সাংগঠনিক অবস্থান সাবেক আহ্বায়ক ফুলপুর উপজেলা কৃষক দল(১৯৯৬-১৯৯৮) সাবেক সদস্য ময়মনসিংহ জেলা চার দলীয় ঐক্য জোট(২০০০) সাবেক সভাপতি ফুলপুর পৌর বিএনপি(২০১০-২০১৫) সাবেক সভাপতি বৃহত্তর ফুলপুর উপজেলা বিএনপি(১৯৯৮-২০০২)সাবেক যুগ্ম আহ্বায় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি( ২০০৯) বর্তমান সদস্য ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি।