
জৈনাবাজারের ফিসফিসানি: যে মামলা জন্ম দিল এক ভয়ঙ্কর বিদ্রোহের।
মোঃসুলতান মাহমুদ। গাজীপুর প্রতিনিধি।
গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনাবাজারের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক। দিনের আলোয় যা এক ব্যস্ত জনপথ, সন্ধ্যার পর তা যেন চাপা উত্তেজনার এক অদৃশ্য মঞ্চ। আজকে সেখানেই ঘটে গেছে এমন এক ঘটনা, যা কেবল একটি ট্রাফিক আইন ভঙ্গের গল্প নয়, বরং আইনরক্ষক আর চালকের মাঝে লুকিয়ে থাকা এক অগ্নিস্ফুলিঙ্গের প্রকাশ।মাওনা হাইওয়ে পুলিশ একটি সাধারণ কাজই করছিল অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। কিন্তু সেই আইনগত পদক্ষেপ একটি ২০০০ টাকার রেকার বিল বা ট্রাফিক মামলা যেন এক গভীর ষড়যন্ত্রের সংকেত দিল। কী ছিল সেই পার্কিংয়ে? কেনই বা সামান্য একটি জরিমানা জন্ম দিল এমন তীব্র, প্রায় বিদ্রোহের মতো ক্ষোভের?মামলার কাগজ হাতে আসা মাত্রই দৃশ্যপট পাল্টে গেল। যেখানে ছিল কেবল চালক ও পুলিশ, সেখানে মুহূর্তেই যোগ দিল পরিবহন চালকদের এক অদৃশ্য জোট এবং ক্ষুব্ধ যাত্রীর দল। তাদের চোখ-মুখের অভিব্যক্তি যেন বলছিল, এই জরিমানা কেবল টাকার নয়, বরং তাদের দীর্ঘদিনের চাপা ক্ষোভের প্রতীক।ক্যামেরার আড়ালে চাপা পড়া সেই মারধরের দৃশ্যমুহূর্তেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ভিডিও চিত্রে যা দেখা যায়, তা এক দুঃসাহসিক দৃশ্য। আইনরক্ষকের ওপর চড়াও হয়েছে জনতা। পরিবহন চালক ও যাত্রীরা মিলে লাঞ্ছিত করছে পুলিশ সদস্যকে। পরে এই ঘটনায় দুইজন কে আটক করা হয়।