কলকাতার রেড রোডে অনুষ্ঠিত হলো–দুর্গা পূজা কার্নিভাল ও বিসর্জন শোভাযাত্র-২০২৫
রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস ,কলকাতা ,পশ্চিমবঙ্গ ,
আজ ৬ই অক্টোবর সোমবার, পুজোর শেষে অনুষ্ঠিত হলো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে, এবং তথ্য সংস্কৃতি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার এর পরিচালনায়, ৫ই অক্টোবর রবিবার ঠিক বিকেল সাড়ে চারটায় শুরু হয় দুর্গা পুজা কার্নিভাল 2025। প্রায় একশ প্রতিমা এই কার্নিভালে অংশগ্রহণ করেছিলেন বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে, পশ্চিমবঙ্গ সরকারের আমন্ত্রণে।
অনুষ্ঠান শুরু হয় শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের গানে এবং ডোনা গাঙ্গুলী ও তার সহযোগী দের নৃত্যের মধ্য দিয়ে, অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন হয় এবং সবাই দাঁড়িয়ে সম্মান জানান দেশ মাতৃকাকে। এই অনুষ্ঠান জুড়ে ছিল নৃত্য , বাধ্য সহযোগে সুন্দরময় হয়ে ওঠে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক ঝাঁক চলচ্চিত্র জগতের অভিনেতা-অভিনেত্রী, অপরাজিতা আঢ্য, জুন মালিয়া অঙ্কুশ ,সোহম, যীশু সেনগুপ্ত পরমব্রত, লাভলী মৈত্র, এবং কিছুক্ষণ পরেই উপস্থিত হন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য শিল্পীরা ও অভিনেতা অভিনেত্রীরা
মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্নিভাল উৎসবকে ঘিরে, উপস্থিত ছিলেন বিভিন্ন মন্ত্রী ,সাংসদ, বিধায়ক এবং বিভিন্নএলাকার কাউন্সিলর গন। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচিব আই এ এস ডঃ মনোজ পন্থা। উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার।
সকাল থেকেই শুরু হয় বিভিন্ন এলাকা থেকে প্রশেসানের মধ্য দিয়ে পুলিশি সহযোগে, সারিবদ্ধভাবে প্রতিমা নিয়ে অনুষ্ঠান স্থলে, এবং বিভিন্ন ক্লাবের প্রতিমা গুলি একে একে রেড রোডের বিভিন্ন এলাকায় সারিবদ্ধভাবে নাম্বার অনুযায়ী দাঁড় করিয়ে দেন প্রশাসনের সহযোগিতায়।
প্রবল বর্ষণে একদিকে যখন উত্তরবঙ্গ ভয়াবহ বন্যার কবলে, মানুষ ও এলাকাবাসীর বাঁচার আর্তনাদ, বাড়ি ঘড় ভেঙে পড়ছে , অন্যদিকে কলকাতার রেড রোডে চলছে এই কার্নিভাল অনুষ্ঠান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের ঢাকের কাঠিতে সকলের মনে আলোড়ন সৃষ্টি করলো । জয় দুর্গা মাইকি, আবার এসো মা।
অনুষ্ঠানের মধ্য দিয়ে সবার আগে ঘোষণা করেন বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের প্রতিমা, বেহালা নতুন দল, সার্বজনীন শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, চেতলা অগ্রণী ক্লাব, সুরুচি সংঘ, জাহাদের ভাবনা মানুষের মনকে নাড়া দিয়েছে। প্রতিবছরই এই কার্নিভাল অনুষ্ঠানে বেশ কয়েকটি প্রতিমা ও ক্লাব একটা জায়গা করে নেয় শিরোনামে,এবারেও জায়গা করে নিয়েছে বেশ কয়েকটি ক্লাব।
রবিবারের ছুটির আমেজ কাটলো সবার রেড রোডে, হাজারো হাজার দর্শকের ভিড়ে জমে উঠল কার্নিভাল উৎসব, আর মিলনক্ষেত্রে পরিণত হলো।
উৎসবকে ঘিরে তিনি বাংলা ভাষাকে তুলে ধরেন, বাংলার মনীষীদের প্রতিকৃতিতে মাল্যদান করে তাদের শ্রদ্ধা জ্ঞাপন করেন, এবং বাংলাকে ভাগ হতে দেবে না কোনদিনও, আমি থাকতে কোনদিনও তা হবে না, দেশের সেরা বাংলা বিশ্বসেরা বাংলা, ইউনেস্কো ছিনিয়ে নেওয়া বাংলা, আরদীয়া উৎসব বাঙালীর গর্ব, তাই ধর্ম যার যার বাংলা ভাষা সবার।
এরপর অনুষ্ঠান শেষে একে একে প্রতিমা কার্নিভাল বিসর্জন যাত্রার বাবুঘাটের পথে। আবার এসো মা,