শ্রীপুরে মাদ্রাসা হুজুরের বিরুদ্ধে ৮ বছরের শিশুকে বলাৎকারের ভয়াবহ অভিযোগ চাপা রহস্যে কাশফুল উলুম!
মোঃসুলতান মাহমুদ। গাজীপুর প্রতিনিধ।
শ্রীপুরের কাশফুল উলুম মেহেরুন্নেসা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় চাপা উত্তেজনা। বাইরে থেকে শান্ত মনে হলেও, এই পবিত্র শিক্ষালয়টির ভেতরেই ঘটে গেছে এক আলোড়ন সৃষ্টিকারী ঘটনা, যা কেবল একটি পরিবারের নয়, গোটা এলাকার মানুষের মনে জন্ম দিয়েছে গভীর সংশয় ও প্রশ্ন।
অভিযোগের কেন্দ্রে মাদ্রাসারই এক হুজুর, ইসমাইল, যার বিরুদ্ধে উঠেছে এক ভয়াবহ অভিযোগ। আট বছর বয়সী এক শিশুছাত্রকে বলাৎকারের অভিযোগ। এই অভিযোগ যেন সমাজের সবচেয়ে সংবেদনশীল স্থানে আঘাত করেছে—যেখানে শিশুরা থাকে সবচেয়ে নিরাপদ, সেই শিক্ষকের বিরুদ্ধেই উঠেছে এমন অভিযোগ।
শিশুটির পরিবার ও সাধারণ মানুষ এখন তাকিয়ে আছেন ন্যায়বিচারের দিকে। তারা দাবি তুলেছেন, এই ঘটনায় কেবল অপরাধীর শাস্তিই যথেষ্ট নয়, এর নেপথ্যের গোপন অধ্যায়গুলোও যেন উন্মোচিত হয়।