মেহেরপুর গাংনীতে মাদক-সহ আটক-২
মোঃ আব্দুল হামিদ মেহেরপুর জেলা প্রতিনিধিঃ
মেহেরপুর গাংনীতে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে মাদকদ্রব্য সহ ২জনকে আটক করেছে বিজিবি।
রোববার ৫ অক্টোবর-২০২৫ দুপুরে উপজেলার কাজীপুর আলম বাজার কবরস্থানের আখড়া নামক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে,
আটককৃতরা হলেন, উপজেলার কাজীপুর বুড়িপোতা গ্রামের মঙ্গল মিয়ার ছেলে জুনায়েদ আহমেদ( ২৩), বামন্দী নিশিপুর গ্রামের মৃত মর্জেন আলীর ছেলে সোহেল রানা (২৮)।
রোববার বিকেল ৪ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।
লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাজীপুর বিওপির সীমান্ত পিলার ১৪৬ হতে আনুমানিক ১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে আলম বাজার কবরস্থানের আখড়া নামক এলাকায় জেসিও-৯৪৩৫ সুবেদার শাহাবুদ্দিন এর নেতৃত্বে টহলের সময় পরিচালনা করে বাংলাদেশী নাগরীক জুনায়েদ (২৩) ও সোহেল রানাকে (২৮) আটক করা হয়, এসময় তল্লাশি করে তাদের নিকট থেকে ভারতীয় ১০০ গ্রাম হেরোইন, ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ২টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে, যার আনুমানিক সিজার মুল্য ৬,৪৩,০০০/= (ছয় লক্ষ তেতাল্লিশ হাজার টাকা), আর পলাতক আসামীরা হলেন, উপজেলার করমদী গ্রামের সুমন মিয়া (২৬) ও বালিয়াঘাট গ্রামের মানিক মিয়া (২৮)।
লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আটককৃত আসামীদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে মোটরসাইকেলসহ গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।