জামাতের যোগদান কারণে তেঁতুলিয়ায় তিরনই হাটের বিএনপির সাধারণ সম্পাদক নাইবুল ইসলাম কে বহিষ্কার
পঞ্চগড় প্রতিনিধি,
দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বিএনপির নেতাকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (৪ অক্টোবর ) রাতে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন তেঁতুলিয়া উপজেলা তিরনই হাট ইউপির বিএনপি সভাপতি আমানউল্লাহ আমান এবং সাধারণ সম্পাদক ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান আলমগীর হোসাইন।
বহিষ্কৃতরা হলেন, উপজেলার ২ নং তিরনই হাট ইউনিয়ন ৯ নং ওয়ার্ড পর্যায়ে বিএনপি সাধারন সম্পাদক নাইবুল ইসলাম।
জানা গেছে, সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে নাইবুল ইসলাম কে বহিষ্কার করে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে শনিবার রাতে উপজেলা তেতুলিয়া তিরনই হাট বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদক । বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন উপজেলা তিরনই হাট ইউপির সভাপতি এবং সাধারণ সম্পাদক।
সংবাদ বিজ্ঞপ্তিতে দুইজনের দলীয় পদ–পদবি উল্লেখ করে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির তিরনই হাট ইউপির ৯ নং ওয়ার্ডের
বিএনপির সাধারণ সম্পাদক নাইবুল ইসলাম কে বিএনপি
সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সাথে তাদের কোনো অপকর্মের দায়-দায়িত্ব দল নিবে না বলে, বিএনপি সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ প্রদান করা হয়েছে। এ–সংক্রান্ত চিঠির অনুলিপি পঞ্চগড় জেলা এবং উপজেলার কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে দেয়া হয়েছে।