৪১ জন নেতাকর্মীকে সঙ্গে নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলে যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতা নাঈবুল ইসলাম
পঞ্চগড় জেলা প্রতিনিধি ,
৪১ জন নেতাকর্মীকে সঙ্গে নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলে যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গসংগঠনের নেতা নাঈবুল ইসলাম । তিনি তেতুলিয়া উপজেলার তিরনই হাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বিএনপির সাধারন সম্পাদক ও রনচন্ডি ঈদগাঁ কমিটির সভাপতি।
শুক্রবার ৩ অক্টোবর বিকেলে উপজেলার তিরনই হাট ইউনিয়ন জামায়াত কার্যালয়ে সদস্য ফরম পূরণের মাধ্যমে তিনি এবং তার সঙ্গে আসা নেতাকর্মীরা আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেন। এ ছাড়াও তেতুলিয়া উপজেলা রনচন্ডি, ভাদ্র বাড়ি জামেমসজিদ সামনে ৪৫০ জন বিএনপির সমর্থকসহ যোগদান করেছিলেন।
এ সময় জামায়াতের পক্ষ থেকে নব যোগদানকারীদের ফুলের মালা পড়িয়ে বরণ করার পাশাপাশি তাদের হাতে বই তুলে দেওয়া হয়।
এ উপলক্ষ্যে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জামায়াতের তিরনই হাট
ইউনিয়ন শাখা এই অনুষ্ঠানের আয়োজন করেন। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের সভাপতি মো মোজাফফর হোসেন । সভায় বক্তব্য দেন পঞ্চগড় (তেতুলিয়া পঞ্চগড় আটোয়ারী ) জামায়াতের একক প্রার্থী অধ্যক্ষ ইকবাল হোসাইন( মাওলানা),পঞ্চগড় জেলা শাখার সিক্রেটারী এ্যাডভোকেট মোঃ নাসির উদ্দীন,
, জামায়াতে ইসলামী বাংলাদেশ তেঁতুলিয়া থানা শাখার আমীর মাওলানা আবদুল হাকিম
জামায়াতে ইসলামী বাংলাদেশ তেঁতুলিয়া থানা শাখার সেক্রেটারী মোঃ,হাবিবুর রহমান
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন থানা সেক্রেটারী মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ।