ভালুকায় বিএনপি নেতা শহিদুল ইসলামের নিজস্ব অর্থায়নে রাস্তা নির্মাণ
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকা উপজেলায় নিজস্ব অর্থায়নে রাস্তা নির্মাণ করে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শহিদুল ইসলাম শহিদ।
স্থানীয় সূত্রে জানা যায়, হবিরবাড়ি ইউনিয়নের পাঁড়াগাঁও ২নং ওয়ার্ডের গতিয়ার বাজার বাটাজোড় মেইন রোড থেকে দক্ষিণ দিকে সাহাব উদ্দিন ভাইয়ের বাড়ি পর্যন্ত এন্ডি রাস্তা নির্মাণ করে দেন তিনি।
দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও আনন্দের সঞ্চার হয়েছে। নতুন এই রাস্তা চলাচল সহজ করবে এবং স্থানীয়দের দৈনন্দিন জীবনে গতি আনবে বলে আশা করছেন এলাকাবাসী।
শনিবার ৪ অক্টোবর ২০২৫ সকালে নবনির্মিত রাস্তার উদ্বোধন ও পরিদর্শন করেন শহিদুল ইসলাম শহিদ। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও অসংখ্য গ্রামবাসী উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, “শহিদুল ইসলাম শহিদ কেবল একজন রাজনৈতিক নেতা নন, তিনি মানবিক মানুষও। এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে সবসময় কাজ করে যাচ্ছেন তিনি।