জুলাই সনদের আইনী ভিত্তি প্রদান সহ ৬দফা দাবি বাস্তবায়ন না হলে জনগণ ঘরে ফিরবেনা —-তাজুল ইসলাম হাসান
আখলাক হুসাইন, সিলেট জেলা প্রতিনিধি:
খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সভাপতি ও সিলেট-১ (মহানগর ও সদর) আসনের খেলাফত মজলিস মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান বলেন, আড়াই হাজার ছাত্র-জনতার প্রাণের বিনিময়ে এবং প্রায় অর্ধলক্ষ ছাত্র-জনতার পঙ্গুত্ব বরণের মাধ্যমে আমরা যেই স্বপ্ন নিয়ে স্বৈরাচারীর পতন ঘটিয়ে ছিলাম বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেই স্বপ্নকে ধূলিসাৎ করেছেন। জনগণ এখন আর সহ্য করবে না। জনগণ চায় জুলাই সনদের আইনী ভিত্তি। এটা রাষ্ট্রপতি ঘোষণার মাধ্যমে হতে পারে অথবা হতে পারে গণভোটের মাধ্যমে। সংসদের উচ্চ কক্ষ নির্বাচনে পিআর পদ্ধতি বাস্তবায়ন করতে হবে। সংসদের উচ্চ কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। আওয়ামী ফ্যাসিবাদ ও তাদের দোসরদের বিচার দৃশ্যত্ব করতে হবে। আওয়ামী ফ্যাসিবাদ ও তাদের দোসরদের রাজনৈতিক কার্যক্রম স্থগিত করতে হবে। নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে এবং ৯০℅ মুসলমানদের দেশে যেভাবে শিক্ষার প্লাটফর্মে গানের শিক্ষক নিয়োগ দেয়ার পয়তারা চলছে তা অনতিবিলম্বে প্রত্যাহার করে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেয়ার ব্যবস্থা করতে হবে। এটা বাংলাদেশের সাধারণ মানুষের প্রাণের দাবি। এই দাবি আদায় না হওয়া পর্যন্ত সাধারণ মানুষদের সাথে নিয়ে জোরদার আন্দোলন গড়ে তোলা হবে ইনশাআল্লাহ।
খেলাফত মজলিসের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাব সিলেট মহানগর শাখা আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী পথসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শুক্রবার বাদ জুমআ সিলেট সিটি করপোরেশন জামে মসজিদ থেকে বন্দর বাজার হয়ে জিন্দাবাজারে এসে পথসভায় মিলিত হন। মহানগর শাখার সাধারণ সম্পাদক মাওলানা জাবেদুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল হান্নান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও মৌলভীবাজার-৩ আসনের সম্ভব্য সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আহমদ বেলাল, ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর শাখার সভাপতি মোঃ মিজানুর রহমান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা শাখার সহ-সভাপতি মাওলানা মুখলিছুর রহমান, শ্রমিক মজলিস সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা আব্দুর রহিম প্রমুখ।