1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
বেঙ্গল প্রভিনসিয়াল ব্যাংকস কন্টাক্ট এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের ৪র্থ তম সম্মেলন ও প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হলো। কালীগঞ্জে জাতীয় নির্বাচনে জনগণ জামায়াতে ইসলামীর পক্ষে রায় দিবে মো: খায়রুল হাসান সরিষাবাড়ীতে আরুনী বলেন: শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমান ছিলেন মাটি ও মানুষের নেতা হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদ (১৯৮৭ব্যাচ)এর পূর্ণমিলনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত  ফুলপুরে নমিনেশন চূড়ান্ত না হওয়া পর্যন্ত মাঠে থাকার ঘোষণা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ধানের শীষের বিজয়ের মাধ্যমে ভারতীয় আধিপত্যবাদের কবর রচনা করতে হবে-মাসুদ অরুণ প্রকাশিত সংবাদ ও মানববন্ধের প্রতিবাদ সংবাদ সম্মেলন ভারতীয় নাগরিকের লাশ বাংলাদেশীর আত্মীয়-স্বজনকে দেখাতে সহযোগিতা করল বিজিবি – বিএসএফ    চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে দাঁড়িপাল্লায় ভোট চেয়ে মোটরসাইকেল শোভাযাত্রা করল – নুরুল ইসলাম বুলবুল  ময়মনসিংহ র‍্যাব ১৪ কর্তৃক পলাতক আসামি গ্রেপ্তার ০১

ফুলপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি বেদখলের অভিযোগ 

  • প্রকাশিত: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে

ফুলপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি বেদখলের অভিযোগ

 

 

ময়মনসিংহের, ফুলপুর প্রতিনিধিঃ

ময়মনসিংহের ফুলপুরে উপজেলার ৭ নম্বর রহিমগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা সামিউল ইসলাম ও তার পরিবারের বিরুদ্ধে প্রতিপক্ষের জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। অভিযোগকারী ভুক্তভোগী পরিবার জানিয়েছে, তারা প্রশাসনের দ্বারস্থ হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

 

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার টঙ্গীরঘাট গ্রামের বাসিন্দা মো. আন্ত মিয়া (৪৪) দাবি করেন, তার ক্রয়কৃত সাফকাওলা সম্পত্তি দীর্ঘদিন ধরে ভোগদখলে থাকার পরও বিগত আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব খাটিয়ে যুবলীগ নেতা সামিউল ইসলাম ও তার পরিবারের সদস্যরা সেই জমি জোরপূর্বক দখলের চেষ্টা চালায়।

 

আন্ত মিয়ার অভিযোগ, প্রথমে বিষয়টি স্থানীয়ভাবে দরবারের মাধ্যমে মীমাংসা করা হলেও। কিন্তু কিছুদিন পর পুনরায় তারা জমিটি বেদখল করার চেষ্টা করে। তিনি বলেন, “আমার সব কাগজপত্র বৈধ, দলিল অনুযায়ী জমির মালিক আমিই। কিন্তু তারা লোকবল ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে আমাদের হুমকি দিচ্ছে।”

 

এ বিষয়ে ফুলপুর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন বলে তিনি জানান।

 

ভুক্তভোগীর দাবি অনুযায়ী, বিবাদী সামিউলের দাদা বহু বছর আগে ওই জমি একই এলাকার তাজুল্লার নিকট বিক্রি করেন। পরবর্তীতে তাজুল্লা জীবিত থাকাকালীন সময় ১৬/০৯/২০০৪ তারিখে ৫৬২০ নম্বর সাফকাওলা দলিল এবং ০৬/১০/২০০৪ তারিখে ৫৯২৮ নম্বর সাফকাওলা দলিলের মাধ্যমে আন্ত মিয়া জমিটি ক্রয় করে নিজ দখলে রাখেন। জমিটির বিবরণ অনুযায়ী, বি.আর.এস নং ৪০, দাগ নং ১২২, খারিজ নং ১০২ এবং জমির পরিমাণ মোট ২৮.৫০ শতাংশ।

 

ভুক্তভোগীর অভিযোগ, সামিউল ইসলাম ও তার পরিবার বিগত সরকারের সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাকে জমিতে প্রবেশ করতে বাধা দেয় এবং বর্তমানে তা জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

 

এ বিষয়ে অভিযুক্ত সামিউল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

 

এ বিষয়ে ফুলপুর থানার এসআই হেলাল উদ্দিন বলেন,অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

ঘটনাটি নিয়ে স্থানীয় জনগণের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট