1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সরিষাবাড়ীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সে অনন্য সাফল্য: বৃহত্তর ময়মনসিংহে প্রথম আছিয়া বেগম আইসিসি-বিসিবির বৈঠক! নিজেদের সিদ্ধান্তে অনড় বাংলাদেশ! সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  ময়মনসিংহ বিভাগীয় কর্মচারী কল্যাণ বোর্ড আয়োজিত ৯ম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত  চাঁদ মামা একা একা ,তাছলিমা আক্তার মুক্তা ৮৩বোতল বিদেশীমদ ও প্রাইভেটকারসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব -১৪ কালিয়ায় চাঁদাবাজি মামলার আসামি আমিন সরদার গ্রেপ্তার ওসমানীনগরে ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত, আহত অন্তত ১২ শ্রীপুরে বেড়াবাড়ী রাস্তা কেটে দখলের অভিযোগ, জনদুর্ভোগ চরমে প্রতিবাদ করায় প্রাণনাশের হুমকি।

কোলকাতার কুমারটুলি থেকে দুর্গা প্রতিমা পাড়ি দিল প্লেনে করে জাপান।

  • প্রকাশিত: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

কলকাতার কুমারটুলি থেকে দুর্গা প্রতিমা পাড়ি দিল- প্লেনে করে জাপান ।

 

 

 

রিপোর্টার,সমরেশ রায় ও শম্পা দাস কোলকাতা:

আজ ১৬ই সেপ্টেম্বর মঙ্গলবার, কুমারটুলি মানেই কলকাতার ঐতিহ্য বহন করে নিয়ে চলে এই মৃত শিল্পীরা , সারা দেশ থেকে প্রতিমা নিতে দৌড়ে আসেন এই কুমারটুলি পাড়ায়, তাদের প্রতিমা শুধু শহর থেকে গ্রাম অঞ্চলে নয়, পাড়ি দেয় বিভিন্ন রাজ্যে, জাপান, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, উড়িষ্যা ,কোরিয়া, আমেরিকা প্রভৃতি স্থানে । এবং মৃৎশিল্পীদের তৈরি প্রতিমা মানুষের মন যেমন কেড়ে নেয়, তেমনি পুজো উদ্যোক্তাদেরও, তাই পুজো উদ্যোক্তারা যেভাবে প্রতিমা অর্ডার দেন শিল্পীদের, শিল্পীরাও আপ্রাণ চেষ্টা করেন তাদের মনোমতো প্রতিমা তৈরি করে হাতে তুলে দিতে। শুধু দুর্গা প্রতিমা নয়, কালী, জগধাত্রী, গণেশ, বিভিন্ন প্রতিমা তৈরি করে থাকেন কুমারটুলির মৃৎশিল্পীরা বিভিন্ন আর্ট এর উপর।

 

আজ কুমারটুলির শ্রীরাম থেকে পাড়ি দিল দেবী দুর্গা প্রতিমা জাপান। মৃৎশিল্পীরা যখন দুর্গা প্রতিমার গায়ে তুলির টান দিচ্ছেন এবং কিছু কিছু প্রতিমার চোখ আঁকছেন, সেই সময়ই দুর্গা প্রতিমা পাড়ি দিচ্ছে প্লেনে -জাপান। জানা গেল সেখানে একটি রাম মন্দির তৈরি হয়েছে। এবং সেই মন্দিরে এই প্রতিমা পুজিত হবে। বাঙ্গালীদের বড় উৎসব দুর্গা পুজো, তাই জাপান বাসী মনে করেছেন, কলকাতা থেকে প্রতিমা নিয়ে তারা তাদের দেশে পূজো করবেন, কয়েকটা দিন সবাই মিলেমিশে আনন্দ করবেন, কয়েকদিন সর ধর্মের মানুষ একত্রিত হবেন।

 

তাই ওখানকার তপন জয় কৃষান ও শুভজিৎ হাজরার উদ্যোগে এবং হাওড়ার ডোমজুড় থানার অন্তর্গত অভিজিৎ হাজরার সহযোগিতায় এই দুর্গা প্রতিমা পাড়ি দিল জাপানে, এবং যেখানে পূজিত হবে এই দুর্গা প্রতিমা, সেই জায়গার নাম হল শ্রীরাম মন্দির সোডো ইউবা রাকি। এই পুজোই আমন্ত্রিত থাকবেন জাপানের এম পি থেকে শুরু করে এম এল এ রা ও বিশিষ্ট জনেরা পর্যন্ত বলে জানালেন , এলাকার সবাই আমন্ত্রিত থাকবেন। এবং রীতি নীতি মেনে এই পুজো বাঙালি আনায় হবে বলে জানালেন। যেভাবে কলকাতা বাসীরা দুর্গো পুজোয় মেতে উঠেন এবং রীতি মেনে পুজো করেন।

 

এই পুজো করার মূল উদ্দেশ্য হলো, সহযোগী অভিজিৎ হাজরা জানালেন, ওখানে কলকাতার মতো এরকম দুর্গা পুজো হয় না। তাই ওখানের উদ্যোক্তারা ঠিক করেছেন ,যদি আমাদের দেশেও একটা দুর্গা প্রতিমার পুজো করা যায়, তাহলে কয়েকদিন সবাই মিলেমিশে আনন্দে কাটাবেন। একে অপরের মেলবন্ধন ঘটবে। ‌ মহিলারাও আনন্দে মেতে উঠবে। এবং ওখানে যাতে এলাকাবাসী মিস না করে এই দুর্গাপূজা,তাই এই উদ্যোগ নিয়েছেন।

 

কুমারটুলি শ্রীরাম এর উদ্যোক্তা জানান, আমার ভালো লাগছে, আমার প্রতিমা এবারে বেশিরভাগই বাইরে যাচ্ছে। শুধু জাপান নয়, আমার প্রতিমা উত্তর প্রদেশ, উড়িষ্যাতেও যাচ্ছে। কয়েক বছর ধরে আমার বিভিন্ন প্রতিমা বেশির ভাগই বাইরে যাচ্ছে, এবং পূজো উদ্যোক্তারা যে আমার প্রতিমা পছন্দ করছেন, আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাই।। তাহার সাথে সাথে যে সকল দেশে আমার প্রতিমা পৌঁছাচ্ছেন সেখানকার দেশবাসীকে অভিনন্দন জানাই।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট