
কালিয়ায় স্বর্গীয় বাবু নিরঞ্জন কুমার ঘোষের ৪র্থ তিরোধান দিবসে বৃক্ষরোপণ ও বস্ত্র বিতরণ !
শেখ ফসিয়ার রহমান , নড়াইল জেলা প্রতিনিধি!!
নড়াইলের কালিয়া উপজেলার বড়কালিয়া এলাকায় স্বর্গীয় বাবু নিরঞ্জন কুমার ঘোষের ৪র্থ তিরোধান দিবস উপলক্ষ্যে বৃক্ষরোপণ ও বস্ত্র বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। তাঁর পরিবারবর্গের উদ্যোগে সোমবার (২২ ডিসেম্বর) নিজ বাড়িতে এ মানবকল্যাণমূলক কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে স্বর্গীয় নিরঞ্জন কুমার ঘোষের সহকর্মী, শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। কর্মসূচির অংশ হিসেবে নিজ বাড়িতে অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। পাশাপাশি বড়কালিয়া সর্বজনীন দুর্গা মন্দির চত্বরে বিভিন্ন ফলদ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।
স্বর্গীয় বাবু নিরঞ্জন কুমার ঘোষ ছিলেন একজন স্বনামধন্য শিক্ষক, সমাজসেবী ও রাজনীতিবিদ। মানবকল্যাণমূলক কাজে তিনি সব সময় অগ্রভাগে থেকে কাজ করতেন। অসহায় ও দুস্থ মানুষের সেবায় সাধ্যমতো নিজের সর্বস্ব দিয়ে তিনি পাশে দাঁড়াতেন। ২০২১ সালের এই দিনে তিনি ইহলোক ত্যাগ করে পরলোকগমন করেন। তাঁর স্মৃতিকে ধারণ করে পরিবারবর্গ প্রতি বছরই জনকল্যাণমূলক কর্মসূচির মাধ্যমে তাঁকে স্মরণ করে আসছে।
এ সময় তাঁর বড় ছেলে নিপুণ কুমার ঘোষ বলেন, “বাবা জীবিত থাকতে আমরা দেখেছি—যতটুকু পারতেন আর্ত মানবতার সেবায় নিজেকে নিয়োজিত রাখতেন। আজ তিনি আমাদের মাঝে নেই, তবে তাঁর আদর্শকে ধারণ করে আমরা মানবিক কাজ করে যেতে চাই। বাবার বিদেহী আত্মার শান্তির জন্য সবাই যেন ঈশ্বরের কাছে প্রার্থনা করেন—এটাই আমাদের কামনা।”
এছাড়াও স্বর্গীয় নিরঞ্জন কুমার ঘোষের আত্মার শান্তি কামনায় সোমবার সন্ধ্যায় কালিয়া কেন্দ্রীয় হরিবাসর মন্দিরে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং কয়েক শত সনাতন ধর্মাবলম্বী নারী পুরুষ তার বিদেহী আত্মার শান্তি কামনায় রাধা গোবিন্দ ও শ্রী হরি চাঁদ ঠাকুরের মন্দিরে প্রার্থনা করে ।
শেখ ফসিয়ার রহমান
নড়াইল জেলা প্রতিনিধি
০১৭১২৫৫০১৬৭