
অভয়নগর উপজেলার লক্ষীপুর গ্রামের আমডাঙ্গা নামক স্থানে মাছের ঘের ব্যবসায়ী সিরাজুল ইসলাম নামেএক ব্যক্তির লা/শ উদ্ধার ,
ইমাদুল ইসলাম, যশোর জেলা ( প্রতিনিধি )
অভয়নগর থানা পুলিশ ২০ ডিসেম্বর শনিবার রাত আনুমানিক ৮টার সময় অভয়নগর উপজেলার ভাঙাগেট এলাকার, ২ নং ওয়ার্ড, লক্ষ্মীপুর মাছের ঘেরের পশে রাস্তার উপর মাছের ঘের ব্যবসায়ী সিরাজুল সরদার (৫৫) মৃতদেহ দেখে স্থানীয় জনসাধারণ পুলিশকে খবর দেয় পুলিশ মৃতদেহ উদ্ধার করে, স্থানীয়রা জানান উক্ত ব্যক্তি শ্বাসকষ্টের রোগী ছিলেন। তার নাম সিরাজুল সরদার(৫৫)পিতা মৃত্যু মৃত মুনতাজ সরদার,সে যশোর সদর উপজেলার মাইদি গ্রামের।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসকষ্ট জনিত কারণে মৃত্যুবরণ করেন। আইনি কার্যক্রম প্রক্রিয়া দিন।
অভয়নগর যশোর