
নিউজিল্যান্ড সিরিজে ছাড় পাচ্ছেন মোস্তাফিজ
আকাশ দাশ সৈকত
আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পরবর্তী আসরের পর্দা উঠতে বাকি কয়েকমাস। যার জন্য গতকাল সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত হয়ে গেছে পরবর্তী আসরের মিনি নিলাম। যেখানে ৯ কোটি ২০ লাখ টাকায় বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে তিনবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স ।
তবে রেকর্ড মূল্যে অভিজ্ঞ এই পেসারকে দলে ভেড়ালেও শঙ্কা জেগেছে মোস্তাফিজ পুরো আইপিএল খেলতে পারবে কিনা? আন্তর্জাতিক সূচিতে দেখা যায় আইপিএল শুরুর মধ্যেই নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ । তবে বিসিবির একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে যেকোন এক ফরম্যাট থেকে মোস্তাফিজকে চাড় দিতে রাজি বিসিবি। ফলে আইপিএলে বেশি ম্যাচ খেলার সুযোগ পাবেন বাঁহাতি এই পেসার।
সেই সূত্র জানিয়েছে, ‘মুস্তাফিজ এখনও এনওসি এপ্লাই করেনি, তবে ওকে আমরা জানিয়ে দিয়েছি নিউজিল্যান্ড সিরিজের একটা নির্দিষ্ট ভাগ বাদে পুরো সময় সে আইপিএলে খেলতে পারব।’