
ওসমানীনগরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত
হাবিবুর রহমান বাবুল ,ওসমানীনগর (সিলেট) সংবাদদাতাঃ
সিলেটের ওসমানীনগরে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, ক্রীড়া প্রতিযোগিতা,আলোচনা সভা এবং শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল।
উপজেলা প্রসাশনের উদ্যাগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশা । এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ সুত্রধর , উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রাজীব চক্রবর্তী, এলজিইডি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা কৃষি কর্মকর্তা উম্মে তামিমা, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা জয়তী দত্তসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৃহত্তর বালাগঞ্জ উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আফতাব আহমদ, উপজেলা জামায়াত এর সাধারন সম্পাদক আনহার মিয়া, উপজেলা বিএনপির সভাপতি এস. টি. এম. ফখর উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্যা মিছবা ও দপ্তর সম্পাদক ইমাদ উদ্দিন লিলু। ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাব সভাপতি শেখ ফয়ছল আহমদ,
বক্তারা মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং স্বাধীনতার চেতনাকে সমুন্নত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
১৬/১২/২০২৫ইং