1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
সরিষাবাড়ীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সে অনন্য সাফল্য: বৃহত্তর ময়মনসিংহে প্রথম আছিয়া বেগম আইসিসি-বিসিবির বৈঠক! নিজেদের সিদ্ধান্তে অনড় বাংলাদেশ! সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  ময়মনসিংহ বিভাগীয় কর্মচারী কল্যাণ বোর্ড আয়োজিত ৯ম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত  চাঁদ মামা একা একা ,তাছলিমা আক্তার মুক্তা ৮৩বোতল বিদেশীমদ ও প্রাইভেটকারসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব -১৪ কালিয়ায় চাঁদাবাজি মামলার আসামি আমিন সরদার গ্রেপ্তার ওসমানীনগরে ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত, আহত অন্তত ১২ শ্রীপুরে বেড়াবাড়ী রাস্তা কেটে দখলের অভিযোগ, জনদুর্ভোগ চরমে প্রতিবাদ করায় প্রাণনাশের হুমকি।

শিশুদের সাবলীল পাঠক হিসেবে গড়ে তুলতে হবে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

  • প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে

শিশুদের সাবলীল পাঠক হিসেবে গড়ে তুলতে হবে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

 

 

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি :

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর হলো প্রাথমিক শিক্ষা। প্রাথমিক পর্যায়ে যদি আমরা একটি শিশুকে বিশেষ করে পঞ্চম শ্রেণির একজন শিক্ষার্থীকে সাবলীল পাঠক হিসেবে গড়ে তুলতে পারি তাহলে সে বই পড়ার মধ্যে আনন্দ খুঁজে পাবে। এই আনন্দ থেকেই তার মধ্যে বইয়ের প্রতি আসক্তি তৈরি হবে।

ময়মনসিংহ বিভাগীয় বইমেলা ২০২৫ উপলক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনায় ও জাতীয় গ্রন্থকেন্দ্রের আয়োজনে আজ ১৩ ডিসেম্বর শনিবার বিকালে ময়মনসিংহ টাউন হলে অনুষ্ঠিত ‘মাদকাশক্তি ও মোবাইল ফোনের অপব্যবহার রোধে বইমেলার গুরুত্ব’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, বইয়ের প্রতি আসক্তিই শিশুকে একটি ভিন্নতর, সচেতন ও পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলবে, যে কারণে সহজে অন্য কোনো নেশা বা নেতিবাচক আসক্তির দিকে ঝুঁকবে না। মাদকাসক্তি সাধারণত তরুণ বয়সেই শুরু হয়, যদিও কিছু ক্ষেত্রে বয়স্করাও এতে জড়িয়ে পড়েন। আর মোবাইল আসক্তি সব বয়সের মানুষের মধ্যেই দেখা যায়। তবে তরুণরা মূলত আসক্ত হয় জানার প্রতি। কারণ তরুণদের মধ্যে প্রাণশক্তি ও উদ্যম বেশি থাকে, তারা সবসময় কৌতূহলী। তাদের নতুন কিছু জানার আগ্রহ থাকে। আমরা যদি চাই, তাহলে এই তরুণদেরকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে পারি। তাদের ভালো কাজে যুক্ত করতে পারলে নেতিবাচক পথে যাওয়ার সুযোগ আর থাকবে না।

প্রধান অতিথি বলেন, তরুণদের নেতিবাচক আসক্তি দূর করার জন্য বইয়ের প্রতি আসক্তি গড়ে তোলা অত্যন্ত জরুরি। বই মানুষকে আনন্দ দিতে পারে। যে শিশু ছোটবেলা থেকেই বই পড়ার আনন্দ পায়, সে সহজে কোনো নেতিবাচক নেশায় জড়িয়ে পড়ে না। কারণ বই তাকে মানসিক তৃপ্তি ও আনন্দ দেয় এবং এই আনন্দের মধ্যদিয়েই সে একজন পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে ওঠে। তখন অন্য কোনো নেশা বা ক্ষতিকর আকর্ষণ তার কাছে আর আকর্ষণীয় থাকে না।

তিনি আরো বলেন, বইয়ের প্রতি আসক্তি গড়ে তুলতে হবে। বইয়ের প্রতি আগ্রহ গড়ে তোলার জন্য শৈশবই সবচেয়ে উপযুক্ত সময়। শিশুদের মধ্যে বই পড়ার আনন্দ ও আগ্রহ সৃষ্টি করতেই আমরা বইমেলার মতো উৎসবের উদ্যোগ গ্রহণ করছি।

বিভাগীয় কমিশনার মিজ্ ফারাহ শাম্মী এনডিসি এর সভাপতিত্বে সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ আবু বকর সিদ্দীক, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালক ফরিদ আহমদ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার জন কেনেডি জাম্বিল ও সরকারি আনন্দ মোহন কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক রশিদ আহমেদ তালুকদার। ময়মনসিংহ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বিপিন চন্দ্র বিশ্বাস প্রবন্ধ উপস্থাপন করেন।

অনুষ্ঠানে বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তা, শিক্ষাবিদ, সাহিত্যিক, সংস্কৃতিকর্মী, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট