
ময়মনসিংহ রেলওয়ে স্টেশন প্লাটফর্মে রেলওয়ে সেবার সম্পর্কিত গণ শুনানী অনুষ্ঠিত
মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি :
বাংলাদেশ রেলওয়ে ঢাকা বিভাগ ঢাকা বিভাগের আয়োজনে রেলওয়ে ঢাকা বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক ময়মনসিংহ রেলওয়ে স্টেশন প্লাটফর্মে রেলওয়ে সেবা সম্পর্কিত এক গণ সুনানী অনুষ্ঠিত হয়।
আজ ১১ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল তিনটায় ময়মনসিংহ রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।
উক্ত গন শুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ রূপম আনোয়ার। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেলওয়ে ঢাকা এর বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক এবিএম কামরুজ্জামান।