
একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলব, তারপর অবসর নেব
আকাশ দাশ সৈকত
দেশে ফিরে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলে তারপর অবসর নিতে চান বাংলাদেশ দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান।
দীর্ঘদিন বাংলাদেশ জাতীয় দলের বাইরে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে দেশের হয়ে মাঠে না নামলেও বৈশ্বিক টুর্নামেন্টগুলোতে নিয়মিত তিনি। প্রথমবারের মতো দুবাইয়ে ইন্টারন্যাশনাল লিগ বা আইএল টি-২০ টুর্নামেন্ট নাম লিখিয়েছেন তিনি। আর প্রথম ম্যাচেই মাঠে নেমে জয় পেয়েছে তার দল। এইবার সেইখানে বসেই আন্তর্জাতিক ক্রিকেট এবং নিজের অবসরের কথা জানিয়েছেন ।
ইংলিশ অলরাউন্ডার মঈন আলীর সঙ্গে ‘বিয়ার্ড বিফোর উইকেট’ পডকাস্টে নিজের অবসর পরিকল্পনা প্রকাশ করেন সাকিব।
তিনি বলেন, আমি আনুষ্ঠানিকভাবে কোনো ফরম্যাটেই অবসর নেইনি। প্রথমবার জানাচ্ছি আমার পরিকল্পনা হলো দেশে ফিরে ওয়ানডে, টেস্ট ও টি-টোয়েন্টির একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলব, তারপর অবসর নেব’।
উল্লেখ্য গত ৫ই আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের কারণে দেশের বাইরে আছেন তারকা অলরাউন্ডার।