
সরিষাবাড়ীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও রান্না করা খাবার বিতরণ
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় জামালপুরের সরিষাবাড়ীতে এক দোয়া মাহফিল ও রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) বিএনপি নেতা আজিজুল কবীর তালুকদার হুমায়ুন এর পৃষ্ঠপোষকতায় সালিমা তালুকদার আরুনীর পক্ষে”- শ্যামারপাড়া ফিরোজা মজিদ উচ্চ বিদ্যালয়ের মাঠে বিএনপি’র দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের আয়োজনে এ দোয়া মাহফিল ও রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
উক্ত দোয়া মাহফিলে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন মরহুম ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার এর একমাত্র কন্যা সালিমা তালুকদার আরুণী। তিনি বেগম জিয়ার দ্রুত আরোগ্যে লাভের জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।
এতে বিএনপি নেতা সেকান্দর আলী সভাপতিত্ব করেন । এ সময় উপস্থিত ছিলেন , রেজাউল করিম লাল, আনোয়ার হোসেন বাবুল, সোহরাব আলী,পলাশ মাহমুদ, ফারুক মিয়া, আল আমিন আকন্দ , হোসেন, স্বপন শেখ, বিল্লাল হোসেন ,শাহীন মিয়া, শিহাব উদ্দিন, সাইফুল ইসলাম, সোহান, রোকনুজ্জামান রোকন, সাবেক ভিপি শহীদ ,ইসমাইল সহ উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতা-কর্মীরা।
এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রদল, যুবদল, শ্রমিক দল ও কৃষক দলের নেতৃবৃন্দ। তারা বেগম খালেদা জিয়ার আরোগ্য লাভ ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।