
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আরুণী’র উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মহাসচিব ও স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রানালয়ের মন্ত্রী ব্যারিষ্টার আব্দুস সালাম তালুকদার এর মেয়ে সালিমা তালুকদার আরুণীর উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর আদ্রা মোড় ও চর জামিরা বাজার এলাকায় পথসভা শেষে তার নিজ বাসভবনে এ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,প্রয়াত ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের সহধর্মিনী মাহমুদা সালাম তালুকদার, সাবেক ইউপি চেয়ারম্যান আজিজুল কবির তালুকদার হুমায়ুন, এম হাসান, কলেজের সাবেক ভিপি শহীদুল্লাহ শহিদ, সাবেক ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান তালুকদার বাবু, এড. আব্দুল বারী, এড. এবিএম রেজা ভানু, আলাল তরফদার, আবুল হোসেন, খলিলুর রহমান, জিয়া, রুহুল, সোহরাব আলী, মিন্টু, ফারুক, লাল চান ও লিটন তালুকদারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন ।
এতে স্থানীয় বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষ দোয়া মাহফিল ও মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করেন।