1. m29006217@gmail.com : দৈনিক আগামীর বাংলা : দৈনিক আগামীর বাংলা
  2. info@www.dainikagamirbangla.com : দৈনিক আগামীর বাংলা :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বনশ্রী আফতাবনগর প্রেসক্লাবের উদ্যোগে পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত রিয়ালে ফেরার গুঞ্জন! যা বললেন মরিনহো! জমাকালো আয়োজনে হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পুণর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন  কালিয়াকৈর প্রেসক্লাবের উদ্যোগে ২০২৬ সালের বাৎসরিক ক্যালেন্ডার বিতরণ করা হয় পঞ্চগড়ে সার ব্যবসায়ীর ৬ মাসের ভ্রাম্যমাণ কারাদণ্ড  উওরাস্হ বগুড়া সোসাইটির উদ্যোগে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও স্বরণ সভা অনুষ্ঠিত। ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে গ্রিন সিটিতে অনুষ্ঠিত হলো ৪র্থ বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল রহিমা ফিরোজ সিকদার উচ্চ বিদ্যালয়ে প্রতিষ্ঠাতা আব্বাস উদ্দিন সিকদারের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল ওসমানীনগরে ঘর থেকে সাড়ে পাঁচ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ কর্মক্ষেত্রে পেশাদারিত্বের জায়গায় কোনো আপস নয়-জেলা প্রশাসক

ওসমানীনগরে ভূয়া মিনি সুইজারল্যান্ডে ‘ সিন্ডিকেট অর্থ আদায়ের ধান্দা

  • প্রকাশিত: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে

ওসমানীনগরে ভূয়া মিনি সুইজারল্যান্ডে ‘ সিন্ডিকেট অর্থ আদায়ের ধান্দা

 

 

ওসমানীনগর (সিলেট) সংবাদদাতাঃ সিলেটের ওসমানীনগরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কথিত ‘মিনি সুইজারল্যান্ড’ এখন গুজব বলেই প্রমাণিত হয়েছে। উমরপুর ইউনিয়নের কোথাও প্রশাসন বা ভৌগোলিক মানচিত্রে ‘মিনি সুইজারল্যান্ড’ নামে কোনো স্থান নেই। অথচ একটি প্রভাবশালী কুচক্রী চক্র দীর্ঘদিন ধরে হাওরাঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্যকে কেন্দ্র করে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায়ে লিপ্ত রয়েছে।

 

জানা গেছে, উমরপুর ইউনিয়নের ঐতিহাসিক বানাইয়া হাওর সংলগ্ন মিঠাভরাং, মাধবপুরসহ কয়েকটি গ্রাম ঘেঁষা সরকারি পতিত জমিতে মনোরম সবুজ ঘাস ও নীল আকাশের দৃশ্য ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মিনি সুইজারল্যান্ড’ হিসেবে প্রচার করা হচ্ছে। লাইভ ভিডিও, পোস্ট ও সাজানো তথ্য ব্যবহার করে তারা এলাকাটিকে পর্যটন স্পট হিসেবে উপস্থাপন করছে এবং আগত দর্শনার্থীদের কাছ থেকে অর্থ আদায় করে যাচ্ছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, সাবান চুরা নামের এক ব্যক্তি ও তার অনুসারীরা দর্শনার্থীদের গাড়ি নিয়ে হাওর এলাকায় প্রবেশ করলে ‘পার্কিং ফি’ নাম করে ৫০ টাকা করে আদায় করছেন। বিষয়টি সমর্থনে ভুয়া রশিদ ও দেখানো হচ্ছে, যা বর্তমানে পুরো উপজেলায় আলোচনার কেন্দ্রবিন্দুতে।

 

এ বিষয়ে ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদিন সামাজিক যোগাযোগমাধ্যমে উপজেলা প্রশাসন, ওসমানীনগর (সিলেট) এর অফিসিয়াল পেজে মন্তব্য করে জানিয়েছেন

ভূয়া মিনি সুইজারল্যান্ড প্রচার, লোক জড়ো করা এবং অর্থ আদায়ের মাধ্যমে মানুষকে হয়রানি করার প্রমাণ পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, প্রশাসনের অনুমতি ছাড়া কোনো ব্যক্তি বা দল এভাবে অর্থ আদায় করতে পারে না।

 

এদিকে এলাকাবাসী সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ

এটি কোনো অনুমোদিত পর্যটনকেন্দ্র নয়। কেউ ইচ্ছেমতো প্রাকৃতিক স্থানে ঘুরতে গেলে বাধা দেওয়ার অধিকার কারো নেই। আর এভাবে নিয়ন্ত্রণহীনভাবে অর্থ আদায় ও দলবদ্ধ প্রভাব খাটালে ভবিষ্যতে অপরাধীচক্রের কবলে পড়ে ভ্রমণকারীরা হয়রানি ও বিপদের মুখে পড়তে পারেন।

 

স্থানীয়দের দাবি, প্রশাসন দ্রুত উদ্যোগ নিয়ে এই ভূয়া পর্যটন সিডিকেট বন্ধ করবে এবং সাধারণ মানুষ যেন বিনা হয়রানিতে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারে সে ব্যবস্থা নিশ্চিত করবে।

ওসমানীনগর নিউজ

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট