
ভোলাহাটে বিএনপির মনোনিত প্রার্থী আমিনুল ইসলামের বিরুদ্ধে বিরাট মশাল মিছিল!
এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী হাজী আমিনুল ইসলামের বিরুদ্ধে মশাল মিছিল বৃহস্পতিবার (২৭ নভেম্বর ২০২৫) সন্ধ্যা সাড়ে ৬টায় আম ফাউন্ডেশন থেকে একটি মশাল মিছিল শুরু করে উপজেলা প্রধান গেট থেকে তাদের কার্যালয়ে পথসভায় মিলিত হয়।
মশাল মিছিলের শ্লোগান ছিলো, বয়কট বয়কট আমিনুল হাজি বয়কট। ভোট দিবো কিসে, ধানের শীষে। ভোলাহাটে বিএনপির মনোনীত প্রার্থী আমিনুল হাজি বয়কট শ্লোগান দিতে দিতে স্থানীয় বিএনপির একাংশ উপজেলার আম ফাউন্ডেশন সংলগ্ন তাদের কার্যালয়ে পথসভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হান্নান বক্তব্য রাখেন।
মশাল মিছিলে অংশগ্রহণ করেন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ কাওশারুল ইসলাম রঞ্জু, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হান্নান, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ ইব্রাহিম সেলিম, বিএনপি নেতা মোঃ আব্দুল বারী, যুবনেতা ডাঃ মোঃ শহীদুল্লাহ্, মোঃ সারোয়ার জাহান, ছাত্রনেতা মোঃ মোক্তারুল ইসলামসহ অন্যান্য বিএনপি ও তার অংগসংগঠনের নেতাকর্মীগণ।
ছবিক্যাপশনঃ ভোলাহাটে বিএনপির মনোনীত প্রার্থী হাজী আমিনুল ইসলামের বিরুদ্ধে বিশাল মশাল মিছিলের ভিডিও দৃশ্য।
এম. এস. আই শরীফ
২৭.১১.২০২৫ ইং